Eye Infections: সামান্য ভুলেই মারাত্মক আকার নিতে পারে চোখের ইনফেকশন, কীভাবে সতর্ক থাকবেন?

ছবি সূত্র- পিক্সেলস। চোখে অনেক ধরনের ইনফেকশন হতে পারে। তার মধ্যে অন্যতম কষ্টদায়ক সমস্যা হল কনজাংকটিভাইটিস বা আঞ্জনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ছবি সূত্র- পিক্সেলস। বর্তমানে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই মরশুমে অনেকের চোখে দেখা যায় কনজাংকটিভাইটিস হয়েছে। দ্রুত ছড়ায় এই সংক্রমণ।

ছবি সূত্র- পিক্সেলস। চোখে আঞ্জনি হলে তা যেন দ্রুত ছড়িয়ে না পড়ে, বেড়ে না যায়, সেই জন্য কয়েকটি সাধারণ মেনে চললে উপকার পাবেন আপনি।
ছবি সূত্র- পিক্সেলস। সবার আগে সতর্ক হতে হবে। চোখে যতই চুলকানি হোক হাত দেওয়া যাবে কোনওভাবেই। চোখ থেকে হাত দূরে রাখতেই হবে।
ছবি সূত্র- পিক্সেলস। অনেকেরই অভ্যাস রয়েছে বারবার চোখ ঘষা, চুলকানো। এই অভ্যাস ত্যাগ করুন। চোখে যত বেশি হাত দেবেন, ইনফেকশন তত বাড়বে।
ছবি সূত্র- পিক্সেলস। হাত পরিষ্কার না করে কোনওভাবেই চোখে হাত দেওয়া যাবে। ভাল করে সাবান দিয়ে হাত পরিষ্কার করে তারপর চোখে হাত দিন। নাহলে ইনফেকশন হতে পারে।
ছবি সূত্র- পিক্সেলস। চোখে ইনফেকশন অনেক সময় ড্রাই আই- এর সমস্যা থেকেও দেখা যায়। এ ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ছবি সূত্র- পিক্সেলস। চোখে যেকোনও ইনফেকশন হলেই বারবার জল পড়ে। জ্বালা করে। এক্ষেত্রে নরম সুতির কাপড় ব্যবহার করলে কিছুটা আরাম পাওয়া সম্ভব।
ছবি সূত্র- পিক্সেলস। চোখের ইনফেকশন এড়াতে চাইলে নিজের রুমাল কখনই অন্যকে ব্যবহার করতে দেবেন না। এছাড়াও ইনফেকশন রুখতে চশমা, লেন্স নিয়মিত পরিষ্কার করা জরুরি।
ছবি সূত্র- পিক্সেলস। অনেক সময় কাজল, আইলাইনার কিংবা চোখে ব্যবহার করা অন্যান্য মেকআপের থেকেও ইনফেকশন হতে পারে। এই ব্যাপারে সতর্ক থাকা জরুরি। ভাল ব্র্যান্ডের প্রোডাক্ট ছাড়া ব্যবহার করবেন না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -