High Heels: আধুনিক ফ্য়াশানের নতুন অঙ্গ হাই হিল, কখন-কোথায় পরবেন?
হিল পরে হাঁটাচলা কিন্তু বেশ কষ্টসাপেক্ষ। একদিকে অনভ্যাস, অন্যদিকে উঁচু হিল পরে ভারসাম্য রাখাও অনেকসময় কষ্টকর হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রথম থেকেই কিছু দিকে খেয়াল রাখতেই হবে। হিল পড়লে হাঁটার সময় আগে গোড়ালি নামবে, তারপর পায়ের সামনের অংশ মাটি ছোঁবে।
হিলতোলা জুতো হলে আগে অবশ্যই পরে অভ্যাস করতে হবে। একেবারে আনকোরা জুতো পরে পার্টিতে যাওয়া উচিত নয়।
আগে ঘরে পরে বেশ কিছুক্ষণ হেঁটে নিন, প্রয়োজনে নেচেও নিতে পারেন। দেখে নিন কোনও অস্বস্তি হচ্ছে কিনা।
হিল পরলে ভারসাম্য বজায় রাখা নিয়ে সমস্যা হয় প্রথম দিকে। তারজন্য একটু সতর্ক হয়ে হাঁটুন। তুলনায় ধীর গতিতে হাঁটুন। ছোট ছোট পদক্ষেপ ফেলুন।
হিল পরে হাঁটার কায়দাও একটু আলাদা। স্ট্রেট লাইনে হাঁটতে হবে। এলোমেলো পা ফেললে ভারসাম্য হারিয়ে যেতে পারেন। পায়েও চোট লাগতে পারে।
জুতো অভ্যাসের জিনিস। যা পরে অভ্যস্ত, তা হঠাৎ করে বদলে গেলে প্রথম প্রথম সমস্যা হবেই। তাই সমস্যা এড়াতে আগে সময় নিয়ে প্র্যাকটিস করুন।
প্রয়োজনে কিছু ব্যবস্থা নিতে পারেন। যেমন ব্যান্ড-এইড রাখতে পারেন, হিল গ্রিপ ব্যবহার করতে পারেন। অতিরিক্ত কুশনিংও ব্যবহার করা যায়।
তবে সব থেকে বেশি প্রয়োজন আত্মবিশ্বাস। নিজের পছন্দমতো পোশাক বা জুতো পরুন, সঙ্গে আত্মবিশ্বাস থাকলে সৌন্দর্য বেড়ে যাবে আরও কয়েকগুণ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -