High Heels: আধুনিক ফ্য়াশানের নতুন অঙ্গ হাই হিল, কখন-কোথায় পরবেন?

High Heels: আধুনিক ফ্যাশনের সঙ্গে হাই হিল ওতপ্রোত ভাবে জড়িত। বিভিন্ন পোশাকের সঙ্গে বিভিন্ন ধরনের হিল পরা যায়। সেসব নিয়ে প্রচুর আলোচনা হয়েছে।

আধুনিক ফ্য়াশানের নতুন অঙ্গ হাই হিল, কখন-কোথায় পরবেন?

1/9
হিল পরে হাঁটাচলা কিন্তু বেশ কষ্টসাপেক্ষ। একদিকে অনভ্যাস, অন্যদিকে উঁচু হিল পরে ভারসাম্য রাখাও অনেকসময় কষ্টকর হয়।
2/9
প্রথম থেকেই কিছু দিকে খেয়াল রাখতেই হবে। হিল পড়লে হাঁটার সময় আগে গোড়ালি নামবে, তারপর পায়ের সামনের অংশ মাটি ছোঁবে।
3/9
হিলতোলা জুতো হলে আগে অবশ্যই পরে অভ্যাস করতে হবে। একেবারে আনকোরা জুতো পরে পার্টিতে যাওয়া উচিত নয়।
4/9
আগে ঘরে পরে বেশ কিছুক্ষণ হেঁটে নিন, প্রয়োজনে নেচেও নিতে পারেন। দেখে নিন কোনও অস্বস্তি হচ্ছে কিনা।
5/9
হিল পরলে ভারসাম্য বজায় রাখা নিয়ে সমস্যা হয় প্রথম দিকে। তারজন্য একটু সতর্ক হয়ে হাঁটুন। তুলনায় ধীর গতিতে হাঁটুন। ছোট ছোট পদক্ষেপ ফেলুন।
6/9
হিল পরে হাঁটার কায়দাও একটু আলাদা। স্ট্রেট লাইনে হাঁটতে হবে। এলোমেলো পা ফেললে ভারসাম্য হারিয়ে যেতে পারেন। পায়েও চোট লাগতে পারে।
7/9
জুতো অভ্যাসের জিনিস। যা পরে অভ্যস্ত, তা হঠাৎ করে বদলে গেলে প্রথম প্রথম সমস্যা হবেই। তাই সমস্যা এড়াতে আগে সময় নিয়ে প্র্যাকটিস করুন।
8/9
প্রয়োজনে কিছু ব্যবস্থা নিতে পারেন। যেমন ব্যান্ড-এইড রাখতে পারেন, হিল গ্রিপ ব্যবহার করতে পারেন। অতিরিক্ত কুশনিংও ব্যবহার করা যায়।
9/9
তবে সব থেকে বেশি প্রয়োজন আত্মবিশ্বাস। নিজের পছন্দমতো পোশাক বা জুতো পরুন, সঙ্গে আত্মবিশ্বাস থাকলে সৌন্দর্য বেড়ে যাবে আরও কয়েকগুণ।
Sponsored Links by Taboola