Fennel Seeds After Meal: ভারী খাবারের পর মুখে দিন সামান্য কাঁচা মৌরি, উপকার বুঝবেন কয়েক মিনিটেই

ছবি সূত্র- পিক্সেলস। ভারী খাবার খাওয়ার পর সামান্য মৌরি খেলে অনেক উপকার পাবেন আপনি। এই মুখশুদ্ধির রয়েছে অনেক স্বাস্থ্যগুণ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ছবি সূত্র- পিক্সেলস। প্রথমত খাবার খাওয়ার পর যদি মুখে কোনও রকম গন্ধ থাকে তা নিমেষে দূর করে দেবে মৌরি। মুখের ভিতর একটা মিষ্টি-ঠান্ডা স্বাদ অনুভব করবেন আপনি।

ছবি সূত্র- পিক্সেলস। কাঁচা মৌরি বেটে রান্না করলে তার স্বাদ যেমন কয়েক গুণ বেড়ে যায়, তেমনই কাঁচা মৌরি চিবিয়ে খেলেও উপকার অনেক।
ছবি সূত্র- পিক্সেলস। চেষ্টা করবেন খাবার খাওয়ার পর কাঁচা মৌরি চিবিয়ে খেতে। হাল্কা ভাজা মৌরির পরিবর্তে কাঁচা মৌরি চিবিয়ে খেল উপকার অনেক বেশি।
ছবি সূত্র- পিক্সেলস। ভারী খাবার গুরুপাক হলে হজমের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে খাবারের পর অল্প মৌরি চিবিয়ে খেলে বদহজমের সমস্যায় কষ্ট পাবেন না।
ছবি সূত্র- পিক্সেলস। ভারী খাবার অর্থাৎ দুপুরের খাবারের পর যদি অল্প একটু মৌরি মুখে দেওয়া যায় তাহলে খাবার যেমন দ্রুত হজম হবে, তেমনই গ্যাস অম্বলের সমস্যা এড়ানো সম্ভব।
ছবি সূত্র- পিক্সেলস। মৌরি খেলে বদহজম, অ্যাসিডিটি, গ্যাসের সমস্যা যেমন দূর হয়, তেমনই কবে শরীরের ভিতরের প্রদাহজনিত সমস্যাও।
ছবি সূত্র- পিক্সেলস। মৌরি আমাদের পেটের যাবতীয় সমস্যা দূর করে। খাবার যেমন হজম করায় তেমনই কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করে।
ছবি সূত্র- পিক্সেলস। খুব গুরুপাক খাবার খেয়ে ফেললে আমরা অনেক সময়েই পেটে অস্বস্তি অনুভব করি। এই পেট আইঢাই করার সমস্যাও কমায় মৌরি।
ছবি সূত্র- পিক্সেলস। মৌরি ভেজানো জল খেলে ওজন কমে। খাবার হজম করার শক্তি ভাল হয়। ভাল থাকে অন্ত্রের স্বাস্থ্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -