Fenugreek Leaves: গ্যাসের ব্যথা কাবু হবে, সুগারও থাকবে কবজায় ! এই শাকের হাজার একটা গুণ
মেথি তো রান্নায় দিয়ে খান। কিন্তু মেথি শাক? এটি পাতে রাখলে একাধিক সমস্যার থেকে রেহাই পাওয়া সম্ভব। যেমন গ্যাসের ব্যথা আর ভোগাবে না আপনাকে। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওজন নিয়ন্ত্রণ: অতিরিক্ত ওজনের সমস্যায় অনেকেই ভোগেন। মেথি শাকের মধ্যে রয়েছে ফাইবার। তাই এটি বেশি ওজন ঝরাতে সাহায্য করে। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
ডায়াবেটিস নিয়ন্ত্রণ: ডায়াবেটিস অর্থাৎ সুগার রোগীদের অনেক বাধানিষেধ মেনে চলতে হয়। কিন্তু পাতে অনায়াসেই মেথি শাক রাখতে পারেন। কারণ এটি সুগার লেভেল ঠিক রাখে। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
হার্টের রোগ কমায়: শীতকালে হার্টের সমস্যা অনেকটাই বেড়ে যায়। এই সময় হার্ট অ্যাটাকের আশঙ্কাও থাকে। মেথি শাক নিয়ম করে খেলে এই বিপদ এড়ানো যায়। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
কোলেস্টেরল নিয়ন্ত্রণ: রক্তে দুই ধরনের কোলেস্টেরল থাকে। একটি ভাল অন্যটি খারাপ। খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে মেথি শাক। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
ত্বকের যত্ন: মেথি শাক ভিটামিন সি-তে ভরপুর। এই নির্দিষ্ট ভিটামিন ত্বকের নিচে কোলাজেন উৎপাদন বাড়ায়। ফলে ত্বকের জেল্লা অটুট থাকে। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
ক্যানসার রোধ করে: অ্যান্টিঅক্সিডেন্টের গুণে সমৃদ্ধ মেথি শাক। এই বিশেষ উপাদানটি অক্সিডেটিভ স্ট্রেস কমায়। ফলে ক্যানসারের ঝুঁকি কমে যায়। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
লিভার ভাল রাখে: জাঙ্ক ফুড, ফ্যাট ও অতিরিক্ত কার্বোহাইড্রেটের জন্য লিভারের উপর চাপ পড়ে। লিভারের স্ট্রেস কমাতে সাহায্য করে মেথি শাক। পাশাপাশি এর কার্যক্ষমতাও বাড়িয়ে দেয়। (ছবি সৌজন্য: ফ্রিপিক)
ব্যাকটেরিয়া প্রতিরোধ করে: অ্যান্টিমাইক্রোবিয়াল অর্থাৎ ব্যাকটেরিয়া প্রতিরোধী গুণ রয়েছে মেথি শাকের। ফলে সংক্রমক রোগের বিরুদ্ধে লড়াই করতে পারে এটি। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
কিডনি ভাল রাখে: অস্বাস্থ্যকর খাওয়াদাওয়ার ভুলে কিডনিতে পাথর জমার আশঙ্কা থাকে। মেথি শাকের অ্যান্টিঅক্সিডেন্ট এই পাথর জমা আটকায়। (ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। ছবি সৌজন্য: পিক্স্যাবে)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -