Bed Alternatives: সংজ্ঞা বদলেছে অন্দরসজ্জার, ঘর দখল করে রাখা খাট নয়, ভাল ঘুমের বিকল্প উপায়ও রয়েছে হাতের কাছে
দিনের শেষে বাড়ি ফিরে বিছানায় গা এলিয়ে দিতে পারলে, আর কিছু চাই না আমরা। কিন্তু বিছানা আরামদায়ক না হলে ঘুম চটকে যাওয়ার সম্ভাবনা প্রবল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাই ঘর সাজানোর সময় বিছানা থেকে গদি, সবের উপর বাড়তি নজর দিই আমরা। যুগের সঙ্গে অন্দরসজ্জার সংজ্ঞাও পাল্টে গিয়েছে। কারুকাজ করা খাট, ভারী গদির চল আর নেই। শুধু তাই নয়, খাটের বিকল্পও এসে গিয়েছে, যা যথেষ্ট আরামদায়কও।
সোফা বেড- নাম শুনে নাক সিঁটকোবেন না। সোফা-বেডের জনপ্রিয়তা এখন তুঙ্গে। ঘরের আয়তন ছোট হলে তো কথাই নেই। দিনের বেলায় ভাঁজ করে রাখতে পারেন। শোওয়ার সময় ছড়িয়ে নিলেই হল। সোফা-বেডে আরামদায়ক ম্যাট্রেসও যোগ করতে পারেন।
বাঙ্ক বেড- বড়রাও বাঙ্ক বেড ব্যবহার করতে পারেন। হাত-পা ছড়িয়ে দিব্যি শোওয়া যায়। বেশি জায়গাও নেয় না, আবার দেখতেও দিব্যি।
লফ্ট বেড-শোওয়ার ঘরে আলমারি রাখলে এমনিতেই জায়গা কমে যায়। তার উপর আরও স্টোরেজের ব্যবস্থা করতে গেলে বদ্ধ মনে হয় ঘর। তাই লফ্ট বেড বেছে নিতে পারেন। এতে বিছানার নীচে জিনিসপত্র রাখার জায়গা থাকে যেমন, তেমনই ব্যবহারও সহজ।
ট্রান্ডল বেড-বাড়িতে পোষ্য থাকলে বা ছোটরা থাকলে, তাদের জন্য আদর্শ এই ট্রান্ডল বেড। অতিথি এলেও মূল বিছানার নীচে থেকে বের করে দিতে পারেন। তার জন্য আলাদা জায়গাও লাগবে না।
ডে-বেড- খাট বা সোফার নীচে লুকনো থাকে আরামদায়ক একটি বাড়তি বিছানা। সুবিধা মতো বের করে নিলেই হল। আবার প্রয়োজন না পড়লে, বার করার দরকার নেই।
চেইজ-বসার ঘরে চেইজ থাকলে আভিজাত্য ফুটে ওঠে। আবার বসার পাশাপাশি, শোওয়ারও উপযোগী। টিভি দেখতে দেখতে যদি ঘুমিয়েও পড়েন, সকালে উঠে কোনও রকম অস্বস্তি বোধ হবে না, চেইজ এতটাই আরামদায়ক।
ফিউটন ম্যাট- ঘর ছোট্ট হলে, খাট রাখলেই ভরে যায়। তার বিকল্প হতে পারে ফিউটন ম্যাট। সাধারণ ম্যাট্রেসের তুলনায় অনেক বেশি আরামদায়ক। ঘুমনোর আগে বিছিয়ে নিলেন, আবা সকালে উঠে ভাঁজ করে রেখে দিতে পারেন।
মারফি বেড-মারফি বেড, ওয়াল বেড নামেও পরিচিত। এই খাটের জন্য দেওয়ালে একটু জায়গা রাখলেই হল। ঘুমনোর আগে বোতাম টিপলেই নীচে নেমে আসবে, আবার সকালে আলমারির মতো দেওয়ালের গায়ে সেঁটে যাবে। দামও আহামরি কিছু নয়। ঘরে জায়গাও দখল করে না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -