Hair Dye Stain Removal: কলপ করতে গিয়ে রং লেগে যাচ্ছে মুখে! এই উপায়ে সহজেই তুলে ফেলুন দাগ

Beauty Tips: চুলে কলপ করতে গিয়ে ত্বকে লেগে যাওয়াই স্বাভাবিক। সহজ উপায়ে কী ভাবে সেই দাগ তুলবেন, জেনে নিন।

ছবি: পিক্সাবে।

1/10
একঘেয়ে চেহারা পাল্টে যায় নিমেষেই। শুধু মাত্র চুলে রং করলেই, যে কারও সম্পূর্ণ উপস্থিতি পাল্টে যায়। লাল, বাদাম, নীল, যে কোনও রংই বেছে নেওয়া যায় তার জন্য।
2/10
আবার চুল পাকলেও, কলপ করেন অনেকে। তাতে একধাক্কায় কমে যায় বয়স। কিন্তু চুলে রং করাই হোক বা কলপ, হ্যাপা রয়েছে সবক্ষেত্রেই। বিশেষ করে রং যখন ত্বকের অন্যত্র লেগে যায়।
3/10
সেই রং তুলতে হিমশিম খাই আমরা। সাবান দিয়ে ঘষলে ত্বক জ্বলতে শুরু করে। তাতেও পুরোপুরি ওঠে না রং। কিন্তু কিছু টিপস মেনে চললে, সহজেই সেই রং তুলে ফেলতে পারবেন।
4/10
অর্গানিক এবং প্রাকৃতিক ক্লেনজার হিসেবে কাজ করে অলিভ অয়েল। তাই গায়ে রং লেগে গেলে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। বিশেষ করে সেনসিটিভ ত্বক যাঁদের, রং তুলতে অবশ্যই অলিভ অয়েল ব্যবহার করুন।
5/10
অলিভ অয়েল ত্বকে ঘষলে জ্বালা করে না, বরং ত্বক নরম হয়। তুলোয় তেল ঢেলে দাগের উপর ঘষুন। আবার কয়েক ঘণ্টা এমনি অলিভ অয়েল লাগিয়ে রাখতে পারেন। ধুয়ে নিলে দেখবেন, দাগ উঠে গিয়েছে।
6/10
অনেকের মনঃপুত না হলেও, রংয়ের দাগের উপর অ্যালকোহল লাগাতে পারেন। শুষ্ক এবং সেনসিটিভ ত্বক হলে এড়িয়ে চলুন। তবে তেমন কোনও সমস্যা না থাকলে, তুলোর উপর একটু লিকুইড সোপ নিন, তার সঙ্গে দু’ফোঁটা অ্যালকোহল। এ বার আস্তে আস্তে ঘষুন। হালকা গরম জলে ধুয়ে নিন।
7/10
রং তুলতে ভাল কাজ করে টুথপেস্ট, অর্থাৎ মাজনও। এতে ত্বক জ্বালাও করে না। তবে জেল টুথপেস্ট ব্যবহার না করাই ভাল। তুলোয় সাধারণ টুথপেস্ট লাগিয়ে নিন। পাঁচ থেকে ১০ মিনিট রেখে একটু মাসাজ করে নিন। ধুয়ে নিলেই হল।
8/10
মেকআপ রিমুভার, বিশেষ করে ওয়াটারপ্রুফ মেকআপ রিমুভার রং তুলতে ব্যবহার করা যেতে পারে। মুখের মেকআপ তুলতেই যেহেতু ব্যবহৃত, তাই ত্বকে নির্ভয়ে লাগাতে পারেন।
9/10
বেকিং সোডা এবং ডিশ সোপ মিশিয়ে নিন। তুলো বা হাতে করে নিয়ে দাগের উপর লাগান। গোল করে মাসাজ করুন। হালকা গরম জল দিয়ে ধুয়ে নিন।
10/10
রংয়ের দাগ তুলতে উপরিউক্ত যে কোনও উপায়ই বেছে নিতে পারেন। তবে মুখে লাগানোর আগে, শরীরের অন্যত্র আগে লাগিয়ে দেখে নিতে পারেন। তাতে বিপদের ঝুঁকি থাকে না। আর ত্বকের ধরন বুঝে, তবেই এগনো ভাল।
Sponsored Links by Taboola