Mosquito Bites Remedies: মশার কামড়ে ফুলে গিয়েছে হাত-পা! জ্বালা-চুলকানি থেকে মুক্তি পান এই উপায়ে
শীতের মরশুমকে বাদ দিলে, ইদানীং কালে সারা বছরই মশার উপদ্রব দেখা যায়। মশার কামড় খেয়ে অস্থির হয়ে উঠি আমরা। অনেক সময় ঘুমের মধ্যে টেরও পাওয়া যায় না মশার হূল। ঘুম থেকে উঠে শরীরে দাগ দেখে বুঝতে পারি আমরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমশার কামড় থেকে ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো রোগ যেমন হয়, তেমনই শরীরে থেকে যাওয়া দাগও ভোগায় আমাদের। ত্বক চুলকোয়, জ্বালা করে। এ থেকে নিস্তার পাওয়ার কিছু উপায় রয়েছে।
মশা কামড়ালে, ফোলা জাগায় অ্যাপল সাইডার ভিনিগার লাগাতে পারেন। তুলোয় মাখিয়ে ফোলা জায়গার উপর বুলিয়ে নিন। এতে প্রদাহ-প্রতিরোধী উপাদান থাকে। ফলে চুলকানি, ফোলা ভাব থাকে।
ব্যকটিরিয়া প্রতিরোধী উপাদান থাকে মধুতে। ফলে সংক্রমণের ঝুঁকি থাকে না। এতে চুলকানি এড়ানো যায়। এক ফোঁটা নিয়ে ফোলা জায়গার উপর লাগান।
ব্যকটিরিয়া প্রতিরোধী উপাদান থাকে মধুতে। ফলে সংক্রমণের ঝুঁকি থাকে না। এতে চুলকানি এড়ানো যায়। এক ফোঁটা নিয়ে ফোলা জায়গার উপর লাগান।
প্রদাহ-প্রতিরোধী উপাদান থাকে অ্যালোভেরাতেও। মশা কামড়ানোর পর, জ্বালা করলে, চুলকালে, ফোলা জায়গায় এক বিন্দু অ্যালোভেরা জেল লাগিয়ে নিন। স্বস্তি পাবেন।
ফ্রিজ থেকে বের করা বরফও লাগাতে পারেন ফোলা জায়গায়। এতে প্রথমে কিছু অনুভূত হবে না, চাইলে কাপড়ে জড়িয়ে বেঁধেও রাখতে পারেন বরফ। 9
অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটিরিয়াল উপাদান রয়েছে রসুনে। খোসা ছাড়িয়ে বেটে নিন প্রথমে। তার পর ফোলা জায়গায় লাগিয়ে নিন।
চা-পান হয়ে গেলে টি-ব্যাগ ফেলে দেবেন না। মশা যেখানে হূল ফুটিয়েছে, তার উপর ভিজে ওই টি-ব্যাগটি কয়েক মিনিট চেপে ধরে রাখুন।
সর্দি-কাশি থেকে কাটা-ছেঁড়া, তুলসি পাতার বিকল্প নেই। পাতা বেটে নিন প্রথমে। ফোলা জায়গার উপর চাপিয়ে রাখুন। ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -