Relationship Tips: ভালবাসলেও সিদ্ধান্ত নিতে পারছেন না! কাছের মানুষটি ভরসার যোগ্য কিনা, বুঝুন এই লক্ষণগুলি দেখে
শুধু ভাললাগা নয়, মনে মনে হয়ত ভালবেসেও ফেলেছেন তাঁকে। কিন্তু সিদ্ধান্ত মনের কথা মুখে আনতে দ্বিধাবোধ হচ্ছে। আবার সম্পর্কে হয়ত জড়িয়ে পড়ছেন, কিন্তু ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না কিছুতেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রায়শই এমন দোটানায় পড়েন মেয়েরা। পছন্দের পুরুষ ধরা দিতে চাইলেও, মেয়েরা নিজেরাই অনেক সময় দূরত্ব বাড়িয়ে নেয়। এর নেপথ্যে কাজ করে ভয়, নিরাপত্তাহীনতাও।
আসলে সামনের মানুষটি আদৌ ভরসার যোগ্য কিনা, তা ভেবেই অনেক সময় পিছিয়ে যান মেয়েরা। শুধু দেখে যদিও কাউকেই বোঝা যায় না, কিন্তু পছন্দের পুরুষটি ভরসার যোগ্য কিনা, কিছু লক্ষণ দেখে বুঝে নিন নিজেই।
যে কথা কাউকে বলতে পারেননি, পছন্দের মানুষটিকে নির্দ্বিধায় বলা যায়। তিনি এই বিশ্বাসের মর্যাদা দিতে পারবেন কিনা, তা তাঁর উপরই নির্বর করে। খাঁটি মানুষ হলে কখনওই সে কথা চারকান হবে না। আপনার দোষগুণ বিচার করতে না বসে, আপনার ক্ষতে প্রলেপ লাগানোই তাঁর কাছে প্রাধান্য পাবে।
দিনে দশ বার ভালবাসি না বললেও চলবে। কিন্তু আপনার ব্যাপারে খুঁটিনাটি সবকিছু তাঁর নখদর্পণে। আপনি অসুস্থ হলে তাঁর রাতের ঘুম চলে যায়। আপনাকে আগলে রাখেন সারাক্ষণ। চোখ বন্ধ করে ভরসা করতে পারেন এমন মানুষকে।
ভাল মানুষের অন্যতম গুণ হল ক্ষমাশীল আচরণ। কেউ চরম আঘাত করে থাকলেো, তাঁকে ক্ষমা করে দিতে পারেন এঁরা। অতীত নিয়ে পড়ে না থেকে, এগিয়ে যাওয়ায় বিশ্বাস হন। এমন মানুষের হাত ধরা যায়।
সহানুভূতি, সহমর্মিতা এখনও পর্যন্ত শুধুমাত্র শব্দ হয়ে রয়ে যাননি। কিছু মানুষের মধ্যে সত্যিই এমন গুণ রয়েছে। এমন মানুষেরা অন্যের জায়গায় নিজেকে বসিয়ে তবেই পরিস্থিতি বিচার করেন। এঁদের হাত ধরলে ঠকতে হবে না।
অত্যন্ত কঠিন সময়েও মাথা ঠান্ডা রেখে ভাবতে পারেন কিছু মানুষ। সমস্যার কারণ না খুঁজে, তা থেকে বেরিয়ে আসাই হয় এঁদের প্রধান লক্ষণ। কেউ সমস্যায় পড়লে সবার আগে হাত বাড়িয়ে দেন এঁরা। কঠিন সময়ে এঁরা কখনও হাত ছেড়ে দেন না।
একবার কারও কাছ থেকে উপকার পেলে, সারাজীবন ভোলেন না কিু মানুষ। চরম হতাশার মধ্যেও নেতিবাচক দৃষ্টিভঙ্গি কাবু করে না এঁদের। অসম্ভব ধৈর্যশীল হন। কারও মধ্যে বিশেষ গুণ দেখতে পেলে, মন খুলে প্রশংসাও করেন। এঁরা ভালবাসতেও জানেন মনপ্রাণ দিয়ে।
যে কোনও সম্পর্কের ক্ষেত্রেই মানসিক সংযোগ থাকা সবচেয়ে জরুরি। শুধু দেখা করা, কাছে আসা নয়, আপনার জীবনের যন্ত্রণাও যদি ভাগ করে নিতে চান কেউ, চরম অসহায় মুহূর্তে মাথায় হাত রাখেন, তাঁর হাত ধরলে ঠকতে হবে না আপনাকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -