Loneliness Quotes: একাকীত্বে মন ভারী? কিছু কথা মাথায় রাখলেই কেটে যাবে মেঘ
জীবনে চলার পথে কখনও কখনও বড্ড একা লাগে। পাশে কেউ থাকল বলে মনে হয়। আবার সাহস করে এগোতেও পারি না আমরা। ছবি: পিক্সাবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু শুধুমাত্র একাকীত্ব কাটাতে কাউকে পাশে পাওয়ার মধ্যেও বিপদ রয়েছে। তাই একাকীত্ব যখন ভর করবে মনে, নিজেকে প্রবোধ দিতে পারেন নিজেই। এক্ষেত্রে বিখ্যাত কিছু উক্তি মাথায় রাখুন। ছবি: পিক্সাবে।
‘কখনও কখনও একা থাকা দরকার। একাকী হয়ে যাওয়া নয়, বরং নিজেকে সময় দেওয়ার জন্য।’ ছবি: পিক্সাবে।
‘যখন বড্ড একাকী মনে হয় নিজেকে, সেই সময়ই সবচেয়ে বেশি শক্ত হতে হয় আমাদের।’ ছবি: পিক্সাবে।
‘একাকীত্বই জীবনে সৌন্দর্য এনে দেয়। সূর্যাস্তের সময় বিষাদ গ্রাস করলেও, রাতের সুগন্ধী অনুভব করতে পারি আমরা।’ ছবি: পিক্সাবে।
‘একাকীত্বের মধ্যেই বেঁচে থাকার রসদ খুঁজুন, যার জন্য প্রাণ গেলেও আপত্তি থাকবে না।’ ছবি: পিক্সাবে।
‘নিজের বাইরে কিছু নেই। তাই অন্তর্দর্শন জরুরি। যা কিছু প্রয়োজন আপনার, তা নিজের মধ্যেই রয়েছে।’ ছবি: পিক্সাবে।
‘একাকীত্ব এবং নির্জনতায় শুঁয়োপোকা প্রজাপতি হয়, ডানা গজায় তার। একাকী বোধ করলে, সেটা মাথায় রাখুন।’ ছবি: পিক্সাবে।
‘একাকীত্ব আসলে নিজের সঙ্গে আরও একাত্ম করে তোলে। অন্যের প্রতি অনুভূতি বুঝতে সাহায্য করে।’ ছবি: পিক্সাবে।
‘বেঁচে থাকা আসলে একটা স্বপ্ন, একাকীত্বই বাস্তব’। একাই পৃথিবীতে আসি আমরা, যেতেও হয় একাই। একাকীত্ব জীবনেরই অংশ।’ তবে একাকীত্ব থেকে কখনও কখনও অবসাদও গ্রাস করে আমাদের, তাই এ ব্যাপারে চিকিৎসকদের পরামর্শ নিন। ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন। ছবি: পিক্সাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -