Loneliness Quotes: একাকীত্বে মন ভারী? কিছু কথা মাথায় রাখলেই কেটে যাবে মেঘ
Life Lessons: যখন খুব ভারী হয়ে আসবে মন, কিছু জিনিস মাথায় রাখুন। ছবি: পিক্সাবে।
ছবি: পিক্সাবে।
1/10
জীবনে চলার পথে কখনও কখনও বড্ড একা লাগে। পাশে কেউ থাকল বলে মনে হয়। আবার সাহস করে এগোতেও পারি না আমরা। ছবি: পিক্সাবে।
2/10
কিন্তু শুধুমাত্র একাকীত্ব কাটাতে কাউকে পাশে পাওয়ার মধ্যেও বিপদ রয়েছে। তাই একাকীত্ব যখন ভর করবে মনে, নিজেকে প্রবোধ দিতে পারেন নিজেই। এক্ষেত্রে বিখ্যাত কিছু উক্তি মাথায় রাখুন। ছবি: পিক্সাবে।
3/10
‘কখনও কখনও একা থাকা দরকার। একাকী হয়ে যাওয়া নয়, বরং নিজেকে সময় দেওয়ার জন্য।’ ছবি: পিক্সাবে।
4/10
‘যখন বড্ড একাকী মনে হয় নিজেকে, সেই সময়ই সবচেয়ে বেশি শক্ত হতে হয় আমাদের।’ ছবি: পিক্সাবে।
5/10
‘একাকীত্বই জীবনে সৌন্দর্য এনে দেয়। সূর্যাস্তের সময় বিষাদ গ্রাস করলেও, রাতের সুগন্ধী অনুভব করতে পারি আমরা।’ ছবি: পিক্সাবে।
6/10
‘একাকীত্বের মধ্যেই বেঁচে থাকার রসদ খুঁজুন, যার জন্য প্রাণ গেলেও আপত্তি থাকবে না।’ ছবি: পিক্সাবে।
7/10
‘নিজের বাইরে কিছু নেই। তাই অন্তর্দর্শন জরুরি। যা কিছু প্রয়োজন আপনার, তা নিজের মধ্যেই রয়েছে।’ ছবি: পিক্সাবে।
8/10
‘একাকীত্ব এবং নির্জনতায় শুঁয়োপোকা প্রজাপতি হয়, ডানা গজায় তার। একাকী বোধ করলে, সেটা মাথায় রাখুন।’ ছবি: পিক্সাবে।
9/10
‘একাকীত্ব আসলে নিজের সঙ্গে আরও একাত্ম করে তোলে। অন্যের প্রতি অনুভূতি বুঝতে সাহায্য করে।’ ছবি: পিক্সাবে।
10/10
‘বেঁচে থাকা আসলে একটা স্বপ্ন, একাকীত্বই বাস্তব’। একাই পৃথিবীতে আসি আমরা, যেতেও হয় একাই। একাকীত্ব জীবনেরই অংশ।’ তবে একাকীত্ব থেকে কখনও কখনও অবসাদও গ্রাস করে আমাদের, তাই এ ব্যাপারে চিকিৎসকদের পরামর্শ নিন। ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন। ছবি: পিক্সাবে।
Published at : 09 May 2024 11:05 AM (IST)