Relationship Tips: জলের মতো স্পষ্ট সবকিছু, তাও অনুভূতি প্রকাশ করতে পারছেন না সামনের জন! বিশেষ কারণ থাকতে পারে
শুধু বন্ধু থেকে কাছের মানুষ হয়ে ওঠেন অনেকে। পারস্পরিক বোঝাপড়া থাকার দরুণ, সেই সম্পর্কে স্বচ্ছন্দ বোধ করে দু’জনই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু বন্ধুত্বের সীমারেখা পার করতেই সময় লেগে যায় অনেক ক্ষেত্রে। সামনের মানুষটির মনে প্রেমের অনুভূতি থাকলেও, প্রকাশ করতে পারেন না তিনি। কেন মন খুলে কথা কথা বলতে পারছেন না, তার কারণ হতে পারে একাধিক।
প্রত্যেক মানুষকেই জীবনে ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হয়। হয়ত সামনের জনেরও এমন অভিজ্ঞতা হয়েছে অতীতে। হয়ত কোথাও বড় ধাক্কা খেতে হয়েছে তাঁকে। তা কুণ্ঠাবোধ করছেন।
কাউকে ভালবাসলেও, শুধু একজনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকায় অসহজ বোধ করেন কিছু মানুষ। দায়-দায়িত্বর কথা ভেহে আতঙ্কিত হয়ে পড়েন। তাই অনুভূতি লুকিয়ে রাখেন।
কেউ কেউ নিজেকে নিয়ে হীনম্মন্যতায় ভোগেন। ভালবাসা, প্রেম এসব পাওয়ার যোগ্য মনে করেন না নিজেকে। তাই মন কারও প্রতি দুর্বল হয়ে পড়লও, বেঁধে রাখেন নিজেকে।
মনের কথা বলার আগেই প্রত্যাখ্যানের আশঙ্কা তাড়িয়ে বেড়ায় অনেককে। সামনের জনের থেক ইতিবাচক সাড়া না মিললে, আগামী দিনে মুখোমুখি হওয়াও দুষ্কর হয়ে পড়বে বলে মনে করেন।
মানুষ বিশেষে অনুভূতি প্রকাশ না করার এমন হাজারো কারণ থাকতে পারে। কিন্তু সেই মানুষটির প্রতি যদি আপনিও আকর্ষণ বোধ করেন, তাহলে প্রথম পদক্ষেপ করতে হবে আপনাকেই।
প্রথম যে বিষয়টি এখানে উল্লেখ্য, তা হল, ধৈর্যশীল হতে হবে আপনাকে। বুঝতে হবে, নিজের সঙ্গে লড়াই করছেন সামনের জন। দোর করে অনুভূতি প্রকাস করাতে যাবেন না।
সামনের জন যদি অনুভূতি প্রকাশ না করেন, দূরত্ব বজায় রেখে চলেন, চাহলে আপনাকেও সেই অনুযায়ী চলতে হবে। জোর করতে গেলে পরিস্থিতি অসহজ হওয়ার পাশাপাশি, তিনি হয়ত আপনাকে এড়িয়ে চলতে শুরু করবেন পুরোপুরি।
সামনের জনের কথা মন দিয়ে শুনুন, যাতে আপনার কাছে নিজের গুরুত্ব বুঝতে পারেন তিনি। সামনের জন যা বলছেন, তাতে আবেগে ভেসে যাবেন না। বরং নিজের ভাবনা-চিন্তাকেও গুরুত্ব দিন। কোথাও যদি মনে হয় খটকা রয়েছে, পরিষ্কার জানান। ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -