Emotional Connection: পাশে নেই হয়ত, মুখেও বলছেন না, তাও কি আপনার কথা ভাবছেন কেউ? বুঝবেন এই লক্ষণগুলি দেখে
পাশাপাশি না থাকলেও, দু’জন মানুষের মনের সংযোগ হয় গভীর। তাই পাশে না থেকেও কখনও কখনও পরস্পরির উপস্থিতি, অনুভূতি টের পাওয়া যায়। বাস্তবিক কোনও ব্যাখ্যা না থাকলে, বহু মানুষ এমন আধ্যাত্মিক সংযোগে বিশ্বাস করেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও, প্রিয় মানুষটি তাঁর কথা ভাবছেন বলে টের পেয়েছেন, এমন দাবিও করে থাকেন অনেকেই। এই ধরনের অনুভূতিকে ব্যাখ্যা কার সম্ভব নয়। কিন্তু কেউ যে আপনার কথা ভাবছেন, তা কিছু লক্ষণ দেখে বোঝা সম্ভব বলে মনে করা হয়।
একজন মানুষকে হয়ত প্রায়শই স্বপ্নে দেখছেন। মনোবিশ্লেষকদের একাংশের মতে, প্রায়শই স্বপ্নে হাজির হচ্ছেন যিনি, তিনি হয়ত আপনার কথা ভাবছেন। তাঁদের অবচেতনেও কোথাও না কোথাও আপনার উপস্থিতি রয়ে গিয়েছে। অন্য জনের স্বপ্নেও একই ভাবে হাজির হতে পারেন আপনি।
কোনও বিশেষ কারণ ছাড়াই ঘন ঘন মেজাজ পাল্টে যাচ্ছে‘ নানা ধরনের অনুভূতি এসে হাজির হচ্ছে মনে‘ হতে পারে, এককাল কেউ আপনার কথা ভাবছেন। সুখ, দুঃখ, উৎকণ্ঠা, উত্তেজনা, সব ধরনের অনুভূতিই এই সময় অনুভূত হতে পারে।
নিজের কাজে ব্যস্ত রয়েছেন হয়ত, আচমকাই কারও স্মৃতি ভেসে উঠল। কারও সঙ্গে বলা কিছু বিশেষ কথা হঠাৎ বেজে উঠল কানে বা বিশেষ মুহূর্ত ভেসে উঠল চোখের সামনে। বুঝবেন সেই ব্যক্তি ওই মুহূর্তে হয়ত আপনারই কথা ভাবছেন।
হঠাৎ করে গায়ে কাঁটা দেওয়া বা সামান্য কেঁপে ওঠার মধ্যেও এমন মানসিক সংযোগ জড়িয়ে রয়েছে বলে মনে করেন মনোবিশ্লেষকদের একাংশ। এখনও এর রহস্য পুরোপুরি ভেদ করা যায়নি, তবে এর সঙ্গে দু’জন মানুষের মধ্যেকার গভীর সংযোগ জড়িয়ে থাকে বলে মনে করা হয়।
হাজার কাজের মধ্যেও হয়ত বার বার কারও কথা মনে পড়ছে। যতই কাজে মন দেওয়ার চেষ্টা করুন না কেন, কিছুতেই সেই ব্যক্তিকে মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছেন না। কয়েক ঘণ্টার জন্য হতে পারে আবার দিনভরও এমনটা অনুভব করতে পারেন। অন্য দিকেও ঠিক তেমনটাই ঘটতে পারে।
আচমকা চোখের মধ্যে অস্বস্তি হলে, চোখ চুলকোতে মন চাইলে, কারও ভাবনার মধ্যে আপনি রয়েছেন বলে বুঝতে হবে। এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে যদিও, তবে অনেক মানুষই এমনটা বিশ্বাস করেন। এমনকি কোন চোখে অস্বস্তি হচ্ছে, তার উপর ভাবনা ইতিবাচক না নেতিবাচক, তা-ও নির্ভর করে বলে ধরা হয়।
ঝিঁঝির ডাকের মতো মাঝে মধ্যে কান বাজতে থাকে! সংক্রমণের কারণে এমনটা ঘটে বইকি! তবে কেউ আপনার কথা ভাবছেন, এমনটাও মনে করেন অনেকে। তাঁদের মতে, ডান দিকের কান বাজলে বুঝতে হবে আপনাকে নিয়ে ভাল ভাবছেন কেউ। বাঁ দিকের কান বাজলে নেতিবাচক ভাবনা হতে পারে।
একটানা হেঁচকি উঠেই যাচ্ছে, কিছুতেই বন্ধ হচ্ছে না! এর সঙ্গেও দু’জন মানুষের গভীর সংযোগের যোগ থাকতে পারে বলে মনে করা হয়। বিশে. করে এশিয়ার একাধিক দেশে এমনটা বিশ্বাস করেন মানুষ। কাউকে নিয়ে দিবাস্বপ্নে বিভোর হয়ে থাকলেও, দু’জন পরস্পরের কথা ভাবছেন বলে মনে করা হয়। ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -