Relationship Tips: চলার পথে কাউকে পেলে ভাল হয়, কিন্তু আদৌ সম্পর্কের জন্য প্রস্তুত তো আপনি!
জীবনে চলার পথে কাউকে পাশে পেলে, লড়াইটা অনেকটা সহজ হয়ে যায়। বিপদে-আপদে পরস্পরকে পাশে পাওয়া যায়। অনিশ্চিত জীবনে নিশ্চিন্ত আশ্রয় হয়ে ওঠেন কেউ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু কাঁধের উপর ভরসার হাত খুঁজলেও, অনেক সময় সম্পর্কের জন্য প্রস্তুত থাকি না আমরা। নিজের কাছেও অনেক সময় স্পষ্ট হয় না বিষয়টি। কিন্তু কিছু লক্ষণ দেখে বোঝা সম্ভব।
কাউকে দেখলেই মন ভাল হয়ে যায় বটে। কিন্তু তাঁর সঙ্গে জীবন কাটানোর কথা ভাবলেই, সেঁধিয়ে যান! অনিশ্চয়তা, হাজারো প্রশ্ন গ্রাস করতে আপনাকে! এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে যথেষ্ট সময় নিন।
আমাদের প্রত্যেকের জীবনেই কিছু তিক্ত অভিজ্ঞতা রয়েছে। অতীতে ঘটে যাওয়া কিছু ঘটনা, তাড়িয়ে বেড়ায় দীর্ঘ সময়। জীবনে কেউ আসার পরও যদি সেই ক্ষত পুরোপুরি না সারে, নিজেকে সময় দেওয়া উচিত।
সম্পর্ক মানে দু’জন মানুষের মধ্যে সংযোগ তৈরি হওয়া। পরস্পরের প্রতিটি আবেগকে বোঝা, পরস্পরকে গ্রহণ করা। দু’জন মানুষের মধ্যে সেই সংযোগে যদি কোথাও ফাঁক থাকে, তাহলে বুঝেশুনে এগনো উচিত।
সম্পর্কের শুরুতেই যদি মনে ভয় ধরে, ভবিষ্যতে কী ঘটতে পারে ভেবে যদি রাতের ঘুম উড়ে যায়, তাহলেও সময় নেওয়া উচিত। আগে পরস্পরকে বুঝতে, জানতে হবে। বিশ্বাসযোগ্যতা তৈরি হলে, তবেই এগোন।
নিজেকে ভালবাসতে জানা জরুরি। তাই কোনও সম্পর্কে লিপ্ত হওয়ার আগে ভাবনা-চিন্তা জরুরি। শুধুমাত্র অস্থিরতা কাটাতে কারও শরণাপন্ন হচ্ছেন না তো! তেমন হলে, আগে নিজেকে চিনুন, বুঝুন। নিজের কাছে নিজে পরিষ্কার থাকলে, ভবিষ্যতে ধন্দ তৈরি হবে না।
পরস্পরের প্রতি যতই টান থাকুক না কেন, ব্যক্তি স্বাধীনতা, আত্মসম্মান বোধের সঙ্গে আপস করা চলে না। নতুন সম্পর্কে কোথাও তার সঙ্গেই আপস করছেন না তো আপনি! তেমন অনুভূতি মনে এলে, সম্পর্ক নিয়ে ভাবতে হবে।
সম্পর্ক মানে পরস্পরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা। কিন্তু এতবড় সিদ্ধান্তের জন্য আপনি প্রস্তুত তো! আগে এই প্রশ্ন করুন নিজেকে। খামখেয়ালে কোনও সিদ্ধান্ত নেবেন না।
জীবনে কখন, কাকে প্রাধান্য দেওয়া উচিত, তা জানা জরুরি। সম্পর্কে জড়িয়ে পড়লেও, ভবিষ্যৎ নিয়ে হয়ত এখনই সেভাবে ভাবতে রাজি নন আপনি। নিজের কিছু লক্ষ্য রয়েছে, সেগুলি পূরণই লক্ষ্য। তাহলে সেকথা সামনের জনকেও জানিয়ে রাখা ভাল। ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -