Home Decor: এমনিতে মাথাগুঁজে থাকলেও, ছোট ছোট কিছু পরিবর্তন, তাহলেই ছোট ফ্ল্যাট বড় দেখাবে

Decoration Tips: মাথার উপর ছাদ গড়লেই হয় না শুধু, তা সঠিক ভাবে সাজানোও জরুরি। এ ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা জরুরি।

ছবি: পিক্সাবে।

1/10
নির্বিচারে সবুজ নিধন চললেও, ইট-কাঠ-পাথরের ইমারতে আকাশ দেখা না গেলেও, কংক্রিটের শহরেই মাথার উপর একচিলতে ছাদ গড়ে তুলতে হিমশিম খাই আমরা। অনেক কষ্টে, ধারদেনা করে যদিও বা ফ্ল্যাট কেনা সম্ভব হয়, তাতে জায়গার সঙ্কুলান করতে গিয়ে ধাক্কা খাই।
2/10
ফ্ল্যাট কেনা আর তার মধ্যে সংসার সাজানো, দুইয়ের মধ্যে আকাশ-পাতাল ফারাক। কারণ ঘর সাজানোর নামে আসলে ঘর ভরিয়ে ফেলি আমরা। কিন্তু একটু যদি সতর্ক থাকা যায়, তাহলে ছোট্ট ফ্ল্যাটই বড় বলে মনে হতে পারে।
3/10
সবার আগে দেওয়ালের রংয়ের দিকে নজর দিতে হবে। মাথায় রাখবেন, দেওয়ালের রং যত হালকা হবে, ঘর তত বড় দেখাবে। এ ক্ষেত্রে সাদা, ধূসর, ক্রিম, গোলাপি ঘেঁষা হালকা রং পছন্দ করুন।
4/10
বড় মাপের আয়না অথবা পেন্টিং রাখতে পারেন ঘরে। একে জায়গাটি বড় বলে বিভ্রম জাগে। কোনও সেন্টারপিসও রাখতে পারেন। তা ঘরকে আরও আকর্ষনীয়ও করে তোলে।
5/10
মিনিমাল লিভিংয়ের অভ্যাস রপ্ত করুন। অর্থাৎ কম জিনিপত্রের সংসার। জিনিস যত কম হবে, জায়গা তত বাড়বে। অপ্রয়োজনীয় আসবাব, কার্পেট সরিয়ে ফেলুন। তার পরিবর্তে মাল্টি ফাংশনাল হিডেন স্টোরেজের ব্যবস্থা করুন।
6/10
ঘর ছোট হলে আসবাব কখনওই ঢাউস কিনবেন না। মেঝে ফাঁকা রাখার চেষ্টা করুন যতটা সম্ভব। গাছের শখ থাকলে, তা দেওয়ালে বা বারান্দায় ঝোলানোর ব্যবস্থা করুন। পর্দা হোক লম্বা ঝুলের।
7/10
আলোকসজ্জার দিকেও নজর দেওয়া জরুরি। এ ব্যাপারে কারও পরামর্শও নিতে পারেন। ড্রয়িং রুম ছোট হলে, সঠিক আলোয় তা বড় হয়ে ধরা দিতে পারে। ফ্লোর ল্যাম্প না স্পটলাইট, কী ভাল দেখাবে তা বোঝা দরকার।
8/10
আসবাব এমন কিনুন, যা একাধিক কাজে লাগে, আবার জিনিসপত্র ভরে রাখার কাজেও লাগে। সোভা বা ডিভান কিনলে, তার ভিতর স্টোরেজ থাকা ভাল। আবার সোফা কাম বেডও কিনতে পারেন।
9/10
দেওয়ালে শেলভ না হলে চলে না আমাদের। ধুলো আটকাতে দরজা বা কাচ বসানো শেলভ রাখি আমরা। ছোট ফ্ল্যাটে শেলভে দরজা না থাকাই ভাল। এতে পিছনের দেওয়াল দেখা যায়। তাই জায়গা অনেক বলে ধরা দেয় চোখে।
10/10
ঘর সাজানোর সময় কোথায়, কোন জিনিস রাখা দরকার, তা মাথায় রাখতে হবে। আসবাব সাজানোর সময় ঘরের একদিকে সব জিনিস রাখার চেষ্টা করুন। অন্য অংশ খালি থাকুক। এ ক্ষেত্রে যে অংশ পড়ে থাকবে, তার আকার ত্রিভুজ বা গোল হতে পারে।
Sponsored Links by Taboola