বাস্তুশাস্ত্র মেনে বাড়ির এই দিকটিতে টাকা রাখুন, আর্থিক সচ্ছ্বলতা ফিরবেই
ঘরে সিন্দুরি গণেশের ছবি বাড়ির উত্তর-পূর্ব দিকে স্থাপন করুন। শান্তি ফিরবে বলে জানাচ্ছেন বাস্তুবিদরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোনও পাহাড় বা উড়ন্ত পাখির ছবি বসার ঘরে রাখা ভাল। প্রদীপ, ধূপের কাঠি ইত্যাদির মতো উপাসনায় ব্যবহৃত জিনিসগুলি ঘরের দক্ষিণ-পূর্ব দিকে রাখুন
তুলসী গাছ যদি ঘরে সঠিক দিকে না রাখা হয় তবে বাড়ির স্থাপত্য ত্রুটিগুলি বৃদ্ধি পায়। ছাদে বা উঠানে তুলসী গাছ রাখতে পারেন
বাড়ির উত্তর বা পূর্ব দিক খোলা রাখুন। বাড়ির কোণার দিকে সিঁড়ি তৈরি করতে পারেন। বাস্তু মতে বাড়ির উত্তর-পূর্ব দিক ইতিবাচক ও শুভ শক্তিতে সমৃদ্ধ। এই দিক ঠাকুরঘর রাখতে পারেন উপযুক্ত।
বাড়ির বাথরুম অবশ্যই উত্তর বা উত্তর-পশ্চিম অংশে থাকতে হবে। বাথরুমে গাঢ় রঙ এড়িয়ে চলুন। বাস্তু শাস্ত্র অনুসারে হালকা রঙ বাথরুমের জন্য আদর্শ। বাথরুমের দরজা খোলা রাখবেন না
বাড়িতে বিবাহযোগ্য কন্যা থাকলে তার ঘরের ঠিক বাইরে পিওনি ফুলের ছবি লাগানোর পরামর্শ দেন বাস্তুবিদরা
বাড়িতে কোনও অস্বাভাবিক চেহারার মূর্তি, মুখোশ না রাখাই ভাল। বাড়ির দক্ষিণ দেওয়ালে লাল সুতো দিয়ে ফিনিক্স পাখি ঝুলিয়ে রাখলে বাড়িতে শান্তি ফেরে বলে মনে করেন অনেকেই
সব সময়েই ঘরের দক্ষিণ দিকের দেওয়াল ঘেঁষে আলমারি বা সিন্দুকে টাকা রাখুন। যাতে খোলার সময়ে তার মুখ থাকে উত্তর বা পূর্ব দিকে। পশ্চিম দিকের দেওয়াল ঘেঁষেও রাখা যায় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা
ঘরে বন্ধ ঘড়ি একদম রাখবেন না। এটি আপনার বাস্তুর শান্তিতে বাধা সৃষ্টি করতে পারে। শুকনো ফুল ঘরে রাখা অশুভ মনে করা হয়
বাড়িতে ঝাড়বাতি রাখতে পারেন। বাড়ির জন্য এটিকে শুভ মনে করা হয়। (ডিসক্লেইমার: কপিতে উল্লেখিত দাবি, বিশেষজ্ঞের পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় পদ্ধতি ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -