Long Drive: প্রায়ই লং ড্রাইভে যান ? এই অভ্যাসে নষ্ট হতে পারে প্রজনন ক্ষমতা ! আপনি সতর্ক তো ?

Long Drive Habit Effects on Male Fertility: গবেষকরা দেখেছেন যে যারা দিনে ঘণ্টার বেশি গাড়ি চালান, তাদের প্রজনন সমস্যার ঝুঁকি ২০-২৫ শতাংশ বেড়ে যায়।

লং ড্রাইভের কী প্রভাব পড়ে প্রজননক্ষমতার উপরে ?

1/9
২০২৪ সালে জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিনে একটি গবেষণা প্রকাশিত হয়েছিল যেখানে লং ড্রাইভ এবং প্রজননক্ষমতার মধ্যে সম্পর্ক প্রমাণ করা হয়েছিল।
2/9
এই গবেষণায় ২০০০ জনেরও বেশি লোককে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যাদের মধ্যে মহিলা ও পুরুষ উভয়েই ছিলেন।
3/9
গবেষকরা দেখেছেন যে যারা দিনে ঘণ্টার বেশি গাড়ি চালান, তাদের প্রজনন সমস্যার ঝুঁকি ২০-২৫ শতাংশ বেড়ে যায়।
4/9
পুরুষদের মধ্যে এই সমস্যা দ্রুত বাড়তে দেখা যায়। আদপে লং ড্রাইভে যাওয়া পুরুষদের মধ্যে ইরেক্টাইল ডিসফাংশনের সমস্যা দেখা যায়। এমনকী শুক্রাণুর গুণমান কমে যেতেও দেখা গিয়েছে।
5/9
গবেষণায় আরও দেখা গিয়েছে যে লং ড্রাইভ করা মহিলাদের মধ্যে স্ট্রেস হরমোন কর্টিসলের ক্ষরণ অত্যধিক মাত্রায় বেড়ে গিয়েছে। এমনকী অনিয়মিত মাসিকও দেখা গিয়েছে।
6/9
গাড়ি চালানোর সময় কম্পন ও বাইরের দূষণের কারণে এই সমস্যা আরও বাড়ে বলেই জানিয়েছেন গবেষকরা।
7/9
আবার 'দ্য গার্ডিয়ান'-এ প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে যে লং ড্রাইভের ফলে পুরুষদের অণ্ডকোষের তাপমাত্রা বৃদ্ধি পায় যা শুক্রাণু উৎপাদনকে প্রভাবিত করে।
8/9
গবেষকরা জানিয়েছেন যে যারা দিনে ৪ ঘণ্টা গাড়ি চালান তাদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা ১০-১২ শতাংশ কমে গিয়েছে।
9/9
আরও দেখা গিয়েছে দীর্ঘ সময় ধরে গাড়ি চালানো মহিলাদের মধ্যে স্ট্রেস হরমোনের মাত্রা ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
Sponsored Links by Taboola