Happy Friendship Day 2021: ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে রইল সেরা শুভেচ্ছাবার্তা, প্রিয়জনের জন্য থাক বন্ধুত্ব দিবসের কৃতজ্ঞতা
বন্ধুত্ব হোক চিরকালীন, চিরসবুজ। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবন্ধু মানে ভীষণ আপন/ হাতে হাত রেখে এগিয়ে চলার সঙ্গী / হ্যাপি ফ্রেন্ডশিপ ডে
ভালোবাসা ছাড়া জীবন অনেকটা ফলহীন গাছের মতো! কিন্তু বন্ধু ছাড়া জীবন শিকড়হীন গাছের মতো
আসল বন্ধু সব সময় আপনাকে হাসতে বাধ্য করবে, যখন একদমই চাইছেন না, তখনও
বন্ধুরা পাশে থাকলে তবেই জীবনের সব আনন্দ উপভোগ করা যায়
পৃথিবীর অন্যতম নিষ্পাপ সম্পর্কের একটি হল 'বন্ধুত্ব'। একে অন্যকে আপন করে নেওয়ার নামই বন্ধুত্ব।
বন্ধু মানে হাসি ঠাট্টা জয় পরাজয়/ বন্ধু মানে অশ্রু ফেলার নীরব আশ্রয়/ হ্যাপি ফ্রেন্ডশিপ ডে
ইগোই কিন্তু বন্ধুত্বের শেষ ডেকে আনে! তাই ওটিকে জীবন থেকে মুছে ফেলুন
বহু বছর আগে ১৯৫৮ সালে প্যারাগুয়েতে প্রথম এই দিনটি সেলিব্রেট করা হয়। চিকিৎসক রামন আর্টেমিও ব্রাকো ২০শে জুলাই তাঁর বন্ধু পুয়ার্ত পিনাস্ক এর সঙ্গে প্রথম ডিনার করে এই দিনটি পালন করেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -