Fruits Good For Dog Health: পোষ্য কুকুর সুস্থ থাকবে কোন কোন ফল খেলে ?
ছবি সূত্র- পিক্সেলস। আপনার পোষ্য কুকুরকে খাওয়াতে পারেন আনারস। টক-মিষ্টি স্বাদের এই ফল খেতে বেশ ভালবাসে সারমেয়রা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবি সূত্র- পিক্সেলস। ভিটামিন সমৃদ্ধ আনারস খেলে কুকুরদের খাবার হজম করার শক্তি ভাল থাকে। তবে আনারসের ভাল করে খোসা এবং বাকি অংশ ছাড়িয়ে তারপর খেতে দিন পোষ্যকে।
ছবি সূত্র- পিক্সেলস। অনেক বাড়িতেই কুকুরকে তরমুজ খাওয়ানো হয়। এই ফল খেতে পোষ্যরা বেশ ভালবাসে। বিশেষ করে গরমের দিনে পোষ্য কুকুরদের পছন্দের তালিকায় থাকে তরমুজ।
ছবি সূত্র- পিক্সেলস। তরমুজে রয়েছে প্রচুর ভিটামিন। এছাড়াও এই ফলে জলীয় উপকরণ বেশি। তাই গরমের দিনে পোষ্যদের শরীর ঠান্ডা রাখে, হাইড্রেটেড রাখে। তবে কুকুরকে তরমুজ দেওয়ার আগে ভালভাবে সব বীজ ফেলে দিন।
ছবি সূত্র- পিক্সেলস। পোষ্য কুকুরকে খাওয়াতে পারেন ব্লুবেরি। এই ফলের রয়েছে অনেক পুষ্টিগুণ। কুকুরদের স্বাস্থ্য ভাল থাকবে এই ফল খেলে।
ছবি সূত্র- পিক্সেলস। অ্যান্টি-অক্সিডেন্টস যুক্ত ব্লুবেরি খেলে কুকুরদের রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত হবে। এই ফল ছোট ছোট হওয়ায় সহজে খেতেও পারবেন আপনার বাড়ির ছোট্ট পোষ্যটি।
ছবি সূত্র- পিক্সেলস। পোষ্য কুকুরের মেনুতে রাখতে পারেন পাকা কলা। কুকুরদের এই খাবার বেশ পছন্দের। আর এই ফলের গুণও অনেক।
ছবি সূত্র- পিক্সেলস। কলার মধ্যে রয়েছে পটাশিয়াম, যা খাবার হজম করতে সাহায্য করে। এছাড়াও এই ফল কম ক্যালোরি যুক্ত। তার ফলে আপনার পোষ্য কুকুরের ওজন বৃদ্ধির সম্ভাবনা থাকবে না।
ছবি সূত্র- পিক্সেলস। ভিটামিন এবং মিনারেলস সমৃদ্ধ আপেল খাওয়াতে পারেন আপনার প্রিয় পোষ্য কুকুরকে। এছাড়াও এই ফলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার।
ছবি সূত্র- পিক্সেলস। কুকুরদের আপেল খেতে দেওয়ার আগে ভালভাবে খোসা ছাড়িয়ে নিন। এছাড়াও খেয়াল করে বীজ ফেলে দিতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -