Fruits Good For Dog Health: পোষ্য কুকুর সুস্থ থাকবে কোন কোন ফল খেলে ?
Pet Dog: অনেকেই পোষ্য কুকুরকে ফল খাওয়ান। কোন কোন ফল খেলে আপনার আদরের পোষ্য সুস্থ থাকবে, জেনে নিন।
ছবি সূত্র- পিক্সেলস
1/10
ছবি সূত্র- পিক্সেলস। আপনার পোষ্য কুকুরকে খাওয়াতে পারেন আনারস। টক-মিষ্টি স্বাদের এই ফল খেতে বেশ ভালবাসে সারমেয়রা।
2/10
ছবি সূত্র- পিক্সেলস। ভিটামিন সমৃদ্ধ আনারস খেলে কুকুরদের খাবার হজম করার শক্তি ভাল থাকে। তবে আনারসের ভাল করে খোসা এবং বাকি অংশ ছাড়িয়ে তারপর খেতে দিন পোষ্যকে।
3/10
ছবি সূত্র- পিক্সেলস। অনেক বাড়িতেই কুকুরকে তরমুজ খাওয়ানো হয়। এই ফল খেতে পোষ্যরা বেশ ভালবাসে। বিশেষ করে গরমের দিনে পোষ্য কুকুরদের পছন্দের তালিকায় থাকে তরমুজ।
4/10
ছবি সূত্র- পিক্সেলস। তরমুজে রয়েছে প্রচুর ভিটামিন। এছাড়াও এই ফলে জলীয় উপকরণ বেশি। তাই গরমের দিনে পোষ্যদের শরীর ঠান্ডা রাখে, হাইড্রেটেড রাখে। তবে কুকুরকে তরমুজ দেওয়ার আগে ভালভাবে সব বীজ ফেলে দিন।
5/10
ছবি সূত্র- পিক্সেলস। পোষ্য কুকুরকে খাওয়াতে পারেন ব্লুবেরি। এই ফলের রয়েছে অনেক পুষ্টিগুণ। কুকুরদের স্বাস্থ্য ভাল থাকবে এই ফল খেলে।
6/10
ছবি সূত্র- পিক্সেলস। অ্যান্টি-অক্সিডেন্টস যুক্ত ব্লুবেরি খেলে কুকুরদের রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত হবে। এই ফল ছোট ছোট হওয়ায় সহজে খেতেও পারবেন আপনার বাড়ির ছোট্ট পোষ্যটি।
7/10
ছবি সূত্র- পিক্সেলস। পোষ্য কুকুরের মেনুতে রাখতে পারেন পাকা কলা। কুকুরদের এই খাবার বেশ পছন্দের। আর এই ফলের গুণও অনেক।
8/10
ছবি সূত্র- পিক্সেলস। কলার মধ্যে রয়েছে পটাশিয়াম, যা খাবার হজম করতে সাহায্য করে। এছাড়াও এই ফল কম ক্যালোরি যুক্ত। তার ফলে আপনার পোষ্য কুকুরের ওজন বৃদ্ধির সম্ভাবনা থাকবে না।
9/10
ছবি সূত্র- পিক্সেলস। ভিটামিন এবং মিনারেলস সমৃদ্ধ আপেল খাওয়াতে পারেন আপনার প্রিয় পোষ্য কুকুরকে। এছাড়াও এই ফলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার।
10/10
ছবি সূত্র- পিক্সেলস। কুকুরদের আপেল খেতে দেওয়ার আগে ভালভাবে খোসা ছাড়িয়ে নিন। এছাড়াও খেয়াল করে বীজ ফেলে দিতে হবে।
Published at : 24 Nov 2024 12:19 AM (IST)