Hair Growth: চুলের সঠিক বৃদ্ধিতে সাহায্য করে কোন কোন ফল? ঘন চুল পেতে অবশ্যই রাখুন পাতে
Healthy Fruits: অনেক ফল রয়েছে যেগুলি খেলে আমাদের চুল পড়ার সমস্যা কমে এবং তার পাশাপাশি চুলের সঠিক বৃদ্ধিও হয়। আর নতুন চুল গজাতেও সাহায্য করে এইসব ফল। তার জন্য ঘনত্ব বাড়ে আমাদের চুলের।
ছবি সূত্র- পিক্সেলস
1/10
ছবি সৌজন্যে- Pexels। পাকা পেঁপে খেলে আমাদের চুলের স্বাস্থ্য ভাল থাকে। নতুন চুল গজায়। চুলের সঠিক বৃদ্ধি হয়। চুল পড়ার সমস্যা কমে। আর চুল মোলায়েম এবং উজ্জ্বলও থাকে।
2/10
ছবি সৌজন্যে- Pexels। পাকা পেঁপের মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের এনজাইম বা উৎসেচক। এই সমস্ত উপকরণ সার্বিক ভাবে চুলের স্বাস্থ্য ভাল রাখে।
3/10
ছবি সৌজন্যে- Pexels। চুলের দেখভাল করতে কাজে লাগে কলা। অনেকেই বাড়িতে হেয়ার প্যাক তৈরি করলে তার মধ্যে মিশিয়ে নেন কলা। কন্ডিশনার হিসেবে দারুণ ভাল কাজ করে এই ফল। দূর করে চুলের রুক্ষ, শুষ্ক ভাব।
4/10
ছবি সৌজন্যে- Pexels। কলা ফল হিসেবে খেলেও চুলের স্বাস্থ্যে তার প্রভাব পড়ে। পটাশিয়াম, ভিটামিন এবং ন্যাচারাল অয়েল রয়েছে কলার মধ্যে। হেয়ার ফলিকলের মুখগুলির উন্মুক্ত করে এইসব উপকরণ। চুল ভঙ্গুর হওয়া থেকে রক্ষা করে। নতুন চুল গজাতে সাহায্য করে এইসব উপকরণ। ফলে বাড়ে চুলের ঘনত্ব।
5/10
ছবি সৌজন্যে- Pexels। আজকাল অনেকেই অ্যাভোকাডো খেয়ে থাকেন। স্বাস্থ্যকর এই ফল আমাদের স্বাস্থ্যের পাশাপাশি খেয়াল রাখে চুলেরও। কীভাবে অ্যাভোকাডো চুলের বৃদ্ধিতে সাহায্য করে, দেখে নেওয়া যাক।
6/10
ছবি সৌজন্যে- Pexels। অ্যাভোকাডোর মধ্যে রয়েছে হেলদি ফ্যাট এবং ভিটামিন ই। এই দুই উপকরণের সাহায্যে স্ক্যাল্পে রক্ত যঞ্চালন প্রক্রিয়া ভালভাবে সম্পন্ন হয়। তার ফলে নতুন চুল গজায় দ্রুত। চুলের সঠিক বৃদ্ধি হয় এবং ঘনত্ব বাড়ে।
7/10
ছবি সৌজন্যে- Pexels। বিভিন্ন ধরনের জামজাতীয় ফল অ্যান্টিঅক্সিডেন্টসে ভরপুর। স্ট্রবেরি, ক্র্যানবেরি, ব্লুবেরি- এগুলি খেলে চুল সঠিক মাত্রায় বৃদ্ধি পাবে, চুলের ঘনত্ব বাড়বে।
8/10
ছবি সৌজন্যে- Pexels। উল্লিখিত জামজাতীয় ফলগুলি নিয়মিত খেলে আপনার নতুন চুল যেমন গজাবে, তেমনই কমবে চুল পড়ার সমস্যা। আর চুল লম্বায় সঠিক মাত্রায় বৃদ্ধিও পাবে। সেই সঙ্গে চুলের ঘনত্বও বাড়বে।
9/10
ছবি সৌজন্যে- Pexels। বিভিন্ন ধরনের সাইট্রাস ফ্রুট অর্থাৎ ভিটামিন সি সমৃদ্ধ লেবুজাতীয় ফল কিংবা ভিটামিন সি সমৃদ্ধ অন্যান্য ফল খাওয়া সবসময়েই আমাদের ত্বক এবং চুলের স্বাস্থ্যের জন্য ভাল।
10/10
ছবি সৌজন্যে- Pexels। সাইট্রাস ফ্রুটসের মধ্যে খেতে পারেন গ্রেপফ্রুটস, কমলালেবু, পাতিলেবু বা যেকোনও লেবুজাতীয় ফল। এর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড এবং ভিটামিন সি চুলের বৃদ্ধিতে সহায়তা করে। ফলে বাড়ে ঘনত্ব।
Published at : 20 Jun 2024 06:19 PM (IST)