Gall bladder : গলব্লাডারে স্টোনের ঝুঁকি কাদের বেশি? কী ধরনের পেট-ব্যথায় বুঝবেন এই রোগ?
গলব্লাডার ( gallbladder )বা পিত্তথলি । এটি মুক্তোর মতো আকৃতির একটা অর্গান। লিভার বা যকৃতের ডানদিকে ঠিক নিচে থাকে গলব্লাডার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপিত্তথলিতে পাথর হওয়ার প্রাথমিক লক্ষণ গুলি জানা থাকলে ডাক্তারের কাছে তাড়াতাড়ি যাওয়া সম্ভব। তাই সর্বাগ্রে গল-স্টোনের লক্ষণগুলি নিয়ে আলোচনা।
গলব্লাডারে সমস্যা হলে হজমের সমস্যা হবেই। গলব্লাডারে স্টোন একটি বড় সমস্যা। যার সলিউশন বেশিরভাগ ক্ষেত্রেই অস্ত্রোপচার ! , বললেন ডা. দেবাশিস দত্ত ( হেপাটোলজিস্ট, গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিভাগের প্রধান )
পেটের ওপরের অংশে ডান দিকে কনকনে ব্যথা ? মাঝে মাজে ব্যথা ডান কাঁধে ছড়িয়ে পড়ছে ?
কাঁপুনি দিয়ে জ্বর ? বমি বমি ভাব বা বমি ? এই উপসর্গগুলিতে জেরবার আপনি?
চর্বিজাতিয় খাবার, অতিরিক্ত তৈলাক্ত খেলেই পেটে ব্যথা? এইগুলি সবই গলব্লাডারে স্টোনের লক্ষণ। তবে গলব্লাডারে স্টোন হলে তা জানতে আলট্রা সনোগ্রাফিতে ধরা পড়ে
মধ্যবয়সী মেয়েদের মধ্যে এই রোগের আশঙ্কা বেশি । তবে কেন তাঁদের গলব্লাডারে স্টোন হচ্ছে, তার কোনও নির্দিষ্ট কারণ এখনও জানা যায় না।
অনেক ক্ষেত্রেই স্টোনগুলি এক্কেবারে সায়লেন্ট থাকে। তবে কোনও কোনও সময় তীব্র ব্যথা হয়। এইরকম ব্যথা হলে তৎক্ষণাৎ সনোগ্রাফি করে দেখতে হবে পাথর হয়েছে কি না।
গলস্টোনের চিকিৎসা অস্ত্রোপচার । ল্যাপ্রোস্কোপি করে বের করতে হয় পাথর। কম বয়সে গলস্টোন হলে, যদি উপসর্গ নাও থাকে, তাহলেও বাদ দেওয়া প্রয়োজন। না হলে ভবিষ্যতে এর থেকে জটিলতা বাড়ে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -