Gall bladder : গলব্লাডারে স্টোনের ঝুঁকি কাদের বেশি? কী ধরনের পেট-ব্যথায় বুঝবেন এই রোগ?
Gall bladder Stone : পিত্তথলিতে পাথর হওয়ার প্রাথমিক লক্ষণ গুলি জানা থাকলে ডাক্তারের কাছে তাড়াতাড়ি যাওয়া সম্ভব।
Gall bladder : গলব্লাডারে স্টোনের ঝুঁকি কাদের বেশি? কী ধরনের পেট-ব্যথায় বুঝবেন এই রোগ?
1/9
গলব্লাডার ( gallbladder )বা পিত্তথলি । এটি মুক্তোর মতো আকৃতির একটা অর্গান। লিভার বা যকৃতের ডানদিকে ঠিক নিচে থাকে গলব্লাডার।
2/9
পিত্তথলিতে পাথর হওয়ার প্রাথমিক লক্ষণ গুলি জানা থাকলে ডাক্তারের কাছে তাড়াতাড়ি যাওয়া সম্ভব। তাই সর্বাগ্রে গল-স্টোনের লক্ষণগুলি নিয়ে আলোচনা।
3/9
গলব্লাডারে সমস্যা হলে হজমের সমস্যা হবেই। গলব্লাডারে স্টোন একটি বড় সমস্যা। যার সলিউশন বেশিরভাগ ক্ষেত্রেই অস্ত্রোপচার ! , বললেন ডা. দেবাশিস দত্ত ( হেপাটোলজিস্ট, গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিভাগের প্রধান )
4/9
পেটের ওপরের অংশে ডান দিকে কনকনে ব্যথা ? মাঝে মাজে ব্যথা ডান কাঁধে ছড়িয়ে পড়ছে ?
5/9
কাঁপুনি দিয়ে জ্বর ? বমি বমি ভাব বা বমি ? এই উপসর্গগুলিতে জেরবার আপনি?
6/9
চর্বিজাতিয় খাবার, অতিরিক্ত তৈলাক্ত খেলেই পেটে ব্যথা? এইগুলি সবই গলব্লাডারে স্টোনের লক্ষণ। তবে গলব্লাডারে স্টোন হলে তা জানতে আলট্রা সনোগ্রাফিতে ধরা পড়ে
7/9
মধ্যবয়সী মেয়েদের মধ্যে এই রোগের আশঙ্কা বেশি । তবে কেন তাঁদের গলব্লাডারে স্টোন হচ্ছে, তার কোনও নির্দিষ্ট কারণ এখনও জানা যায় না।
8/9
অনেক ক্ষেত্রেই স্টোনগুলি এক্কেবারে সায়লেন্ট থাকে। তবে কোনও কোনও সময় তীব্র ব্যথা হয়। এইরকম ব্যথা হলে তৎক্ষণাৎ সনোগ্রাফি করে দেখতে হবে পাথর হয়েছে কি না।
9/9
গলস্টোনের চিকিৎসা অস্ত্রোপচার । ল্যাপ্রোস্কোপি করে বের করতে হয় পাথর। কম বয়সে গলস্টোন হলে, যদি উপসর্গ নাও থাকে, তাহলেও বাদ দেওয়া প্রয়োজন। না হলে ভবিষ্যতে এর থেকে জটিলতা বাড়ে।
Published at : 13 Jan 2023 11:15 AM (IST)