Ganesh Chaturthi 2021: গণেশ চতুর্থী আসছে, পুজোর আগে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখুন

ফাইল ছবি

1/10
এই বছর আগামী ১০ সেপ্টেম্বর গণেশ চতুর্থী পালিত হবে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে গণেশের পুজো হয়।
2/10
মাসের ১৫টি দিন নির্দিষ্ট করা হয় কৃষ্ণপক্ষ রূপে এবং বাকি ১৫টি দিন পরিচিতি পায় শুক্লপক্ষ হিসেবে।
3/10
এই হিসেবে মাসে দুটি চতুর্থী তিথি পাওয়া যায়। একটি শুক্লপক্ষের চতুর্থী তিথি এবং অন্যটি কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি।
4/10
এর মধ্যে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিটি সঙ্কষ্টী চতুর্থী নামে পরিচিত। অন্যদিকে শুক্লপক্ষের চতুর্থী তিথি বিনায়ক চতুর্থী বা গণেশ চতুর্থী নামে পরিচিত।
5/10
গণপতি বাপ্পার পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে। হিন্দু ধর্মে বলা হয়ে থাকে যে 'সংকট-মোচন' গণপতির আরাধনা করলে সব বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়।
6/10
শাস্ত্র অনুযায়ী গণেশ হলেন সমৃদ্ধি ও শ্রীবৃদ্ধির দেবতা ৷ বলা হয় গণেশ থাকলে, বুদ্ধি-সম্মান-প্রতিপত্তি লাভ হয় সংসারে ৷
7/10
বিশেষজ্ঞরা বলেন গণপতির মূর্তি বাড়িতে আনার আগে খেয়াল রাখবেন যে ঘরের উত্তর-পূর্ব দিকে তা প্রতিষ্ঠা করবেন। শাস্ত্র বলছে, গণেশ ঠাকুর দক্ষিণ দিকে মুখ করে রাখা উচিৎ ৷
8/10
বাড়িতে গণেশের মূর্তি বা ছবি প্রতিষ্ঠা করার আগে দেখে নিন তাঁর শুঁড় যেন বাঁ দিকে ঘোরানো থাকে। গণপতির মূর্তির অন্য হাতে তাঁর প্রিয় খাদ্য মোদক আছে কিনা, তাও দেখে নিন।
9/10
সাধারণ ভাবে শুক্লপক্ষের গণেশ চতুর্থীতে চাঁদ দেখা বারণ। পঞ্জিকা মতে আজ সারা দিন চতু্র্থী তিথি রয়েছে।
10/10
নিয়ম মতো সন্ধেবেলা গণেশের পুজো করা হয়। হলুদ বা লাল রঙের বস্ত্র পরে, শুদ্ধ মনে লাল ফুল, দূর্বা, সিঁদুর, মিষ্টি দিয়ে পুজো হয় সিদ্ধিদাতা গণেশকে।
Sponsored Links by Taboola