Benefits Of Rice: দুবেলা দুমুঠো থাকুক পাতে, মিলবে একাধিক উপকার

Lifestyle Tips: ভাত খাওয়ার অভ্যাস ত্যাগ নয়, বরং নিয়ম মেনে পর্যাপ্ত পরিমাণে খাওয়া যেতেই পারে।

ফাইল ছবি

1/9
ভাত খেতে অনেকেরই থাকে অনীহা। বিশেষ করে অনেকেরই ধারণা থাকে ভাত খেলে মোটা হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে এই সব কিছুর আগে মনে রাখতে হবে ভাত খাওয়ার একাধিক গুণ রয়েছে।
2/9
রোজ দুবেলা না হোক অন্তত একবার খেলেও একাধিক উপকার মিলতে পারে। ভাতে রয়েছে কার্বোহাইড্রেট। যা এনার্জি জোগাতে সাহায্য করে।
3/9
ভাতে রয়েছে ভিটামিন। যেমন ভিটামিন B, যা সামগ্রিকভাবে শরীরের জন্য প্রয়োজনীয়।
4/9
যাঁরা ফ্যাটজাতীয় খাবার খেতে চাইছেন না, তাঁরা ভাত খেতেই পারেন। কারণ এতে ফ্যাট নেই বললেই চলে।
5/9
গ্লুটেনজাতীয় খাবার খাওয়া নিষেধাজ্ঞা রয়েছে। তাঁদের জন্য ভাত অন্যতম বিকল্প।
6/9
সাধারণভাবে তৈরি করে খেতে ভাল না লাগলেও, চালের সঙ্গে পছন্দের সবজি, মাছ, মাংস দিয়ে বানিয়ে ফেলা যায় বিশেষ কোনও পদ।
7/9
ভাতে রয়েছে প্রোটিনও। যা পেশি গঠনে সাহায্য করে। সামগ্রিকভাবে শরীর ভাল থাকে।
8/9
মূল্যবৃদ্ধির বাজারে নজরে রাখতে হয় হিসেবের বিষয়টিও। বিভিন্ন দামের চাল বাজারে কিনতে পাওয়া যায়।
9/9
ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Sponsored Links by Taboola