Benefits Of Rice: দুবেলা দুমুঠো থাকুক পাতে, মিলবে একাধিক উপকার
ভাত খেতে অনেকেরই থাকে অনীহা। বিশেষ করে অনেকেরই ধারণা থাকে ভাত খেলে মোটা হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে এই সব কিছুর আগে মনে রাখতে হবে ভাত খাওয়ার একাধিক গুণ রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরোজ দুবেলা না হোক অন্তত একবার খেলেও একাধিক উপকার মিলতে পারে। ভাতে রয়েছে কার্বোহাইড্রেট। যা এনার্জি জোগাতে সাহায্য করে।
ভাতে রয়েছে ভিটামিন। যেমন ভিটামিন B, যা সামগ্রিকভাবে শরীরের জন্য প্রয়োজনীয়।
যাঁরা ফ্যাটজাতীয় খাবার খেতে চাইছেন না, তাঁরা ভাত খেতেই পারেন। কারণ এতে ফ্যাট নেই বললেই চলে।
গ্লুটেনজাতীয় খাবার খাওয়া নিষেধাজ্ঞা রয়েছে। তাঁদের জন্য ভাত অন্যতম বিকল্প।
সাধারণভাবে তৈরি করে খেতে ভাল না লাগলেও, চালের সঙ্গে পছন্দের সবজি, মাছ, মাংস দিয়ে বানিয়ে ফেলা যায় বিশেষ কোনও পদ।
ভাতে রয়েছে প্রোটিনও। যা পেশি গঠনে সাহায্য করে। সামগ্রিকভাবে শরীর ভাল থাকে।
মূল্যবৃদ্ধির বাজারে নজরে রাখতে হয় হিসেবের বিষয়টিও। বিভিন্ন দামের চাল বাজারে কিনতে পাওয়া যায়।
ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -