Skin Care Tips: দই-হলুদেই বাজিমাত, নির্মূল হবে ব্রণ, বাড়বে ত্বকের জেল্লা
ত্বকের যত্নে হলুদের জুড়ি মেলা ভার। যে কোনও কিছুর সঙ্গে মিশিয়ে প্যাক হিসেবে ব্যবহার করা যায়। যার মধ্যে অন্যতম দই। দুই উপাদানের গুণে ত্বকের একাধিক উপকার হতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহলুদ এবং দই একসঙ্গে মিশিয়ে ফেস প্যাক বা মাস্ক হিসেবে ব্যবহার করা যায়। যা প্রাকৃতিকভাবে ত্বককে উজ্জ্বল করে।
ত্বকের লালভাব বা অ্যালার্জি দূর করে হলুদ।
হলুদ এবং দই ব্রণ দূর করতে পারে। পাশাপাশি নতুন করে ব্রণ হওয়ার আশঙ্কাও দূর করতে পারে।
প্রতিদিন এই মাস্ক নিয়ম মেনে মুখে মাখলে কালো ছোপ দূর হতে পারে।
দইয়ে উপস্থিত ল্যাকটিক অ্যাসিড মৃত কোষ দূর করতে পারে।
দইয়ে রয়েছে প্রাকৃতিক ময়শ্চারাইজার। যা ত্বককে সজীব রাখে এবং শুষ্কতা দূর করতে সাহায্য করে।
এই মাস্কে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। যা অকাল বার্ধক্য দূর করতে পারে।
হলুদ এবং দই মিশিয়ে চোখের তলায় মাখলে দূর হয় ডার্ক সার্কেলও।
কোথাও বেরোনোর আগে এই মিশ্রণ মুখ মেখে, উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেললে সঙ্গে সঙ্গে তার ফল দেখা যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -