Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Hair Care: চুল দ্রুত লম্বা করতে চান? তিন তেলেই হবে এবার বাজিমাত
সবার চুল একইভাবে লম্বা হয় না। অনেকের ক্ষেত্রে দেখা যায়, চুল কিছুটা লম্বা হওয়ার পর আর বাড়তে চায় না। এজন্য দায়ী হতে পারে আমাদের খাদ্যাভ্যাস, জীবনযাপন, অযত্ন ইত্যাদি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচুলে রাসায়নিক সামগ্রী ব্যবহার থেকে বিরত থাকুন। চুলের যত্নের জন্য বেছে নিন প্রাকৃতিক উপাদান। সেইসঙ্গে নিয়মিত চুলে তেল ব্যবহার করুন।
তিন ধরনের তেল চুলের বৃদ্ধি দ্রুত করে। পাশাপাশি ভালো রাখে চুলের স্বাস্থ্য। চলুন জেনে নেওয়া যাক এই তিন ধরনের তেল সম্পর্কে
প্রায় সব বাড়িতেই থাকে নারকেল তেল। চুলের যত্নে এর ব্যবহার বেশ পুরোনো। নারিকেল তেলে আছে কার্বোহাইড্রেট, ভিটামিন এবং মিনারেল। এসব উপাদান চুলের বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ।
অনেক সময় চুল লম্বা না হওয়ার কারণ মনে করা হয় স্ক্যাল্পের ফাঙ্গাল ইনফেকশনকে। এর ফলে চুল পড়ে যায়। চুলের গোড়া মজবুত করতে এবং চুল দ্রুত লম্বা করতে চাইলে ব্যবহার করতে পারেন টি ট্রি অয়েল। এর অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা চুলের গোড়া পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখে।
জোজোবা নামের এক ধরনের গাছ আছে। সে গাছের বীজ থেকেই পাওয়া যায় এই জোজোবা তেল। এই গুল্ম জাতীয় গাছ সাধারণত পাওয়া যায় অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া ও মেক্সিকোতে। জোজোবা অয়েলে আছে ফ্যাটি অ্যাসিড, যা চুল ভালো রাখতে সাহায্য করে। এতে আরও আছে অ্যান্টিব্যাক্টেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -