Monsoon Hair Care Tips: বর্ষায় বেড়েছে চুল পড়ার পরিমাণ, সহজে কমাবেন কীভাবে, রইল টিপস

Hair Fall Problem: বর্ষাকালে চুল পড়ার সমস্যা বাড়ে অনেকের ক্ষেত্রেই। এই সমস্যা দূর করার জন্য কী কী করবেন, দেখে নিন।

ছবি সূত্র- পিক্সেলস

1/10
ছবি সূত্র- পিক্সেলস। বর্ষায় বাড়ে চুল পড়ার সমস্যা। অনেকের ক্ষেত্রেই এই সমস্যা দেখা যায়। বর্ষার আর্দ্র আবহাওয়া এর অন্যতম কারণ।
2/10
ছবি সূত্র- পিক্সেলস। বাড়িতেই কোন কোন নিয়ম মেনে চললে বর্ষায় চুল পড়ার এই সমস্যা সহজে কমবে, জেনে নিন।
3/10
ছবি সূত্র- পিক্সেলস। বর্ষাকালে চুলে বা মাথার তালুতে তেল মালিশ করা যাবে না, তা কিন্তু নয়। তবে আপনার চুল বা স্ক্যাল্প চিটচিটে হলে একটু সতর্ক থাকুন।
4/10
ছবি সূত্র- পিক্সেলস। নারকেল তেলের মধ্যে মেথি দিয়ে ভাল করে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে এই তেল ব্যবহার করুন মাথার তালু এবং চুলে। চুল পড়ার সমস্যা যেমন কমবে, তেমনই নতুন চুলও গজাবে।
5/10
ছবি সূত্র- পিক্সেলস। যেহেতু বর্ষাকাল, বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি, তাই তেল মালিশ করার পর শ্যাম্পু করে চুল ধুয়ে নিন ভাল করে। তাহলে আর স্ক্যাল্প বা চুল চিটচিটে হয়ে থাকবে না।
6/10
ছবি সূত্র- পিক্সেলস। বৃষ্টি ভিজে এলে অবশ্যই বাড়ি ফিরে স্নান করুন। আর চুল ধুয়ে নেওয়াও জরুরি। বৃষ্টির জলে অনেক ধরনের দূষিত পদার্থ থাকে। তাই বৃষ্টি ভেজার পর চুল ধুয়ে নেওয়া জরুরি।
7/10
ছবি সূত্র- পিক্সেলস। বর্ষাকালে কিন্তু নিয়মিত শ্যাম্পু করে চুল পরিষ্কার রাখা জরুরি। রোজ বাড়ির বাইরে বেরোলে রোজই শ্যাম্পু করুন। তবে হাল্কা ধরনের শ্যাম্পু করবেন।
8/10
ছবি সূত্র- পিক্সেলস। বাড়িতে থাকলেই সপ্তাহে ২ থেকে ৩ বার চুলে শ্যাম্পু করা উচিত। চুল কিংবা স্ক্যাল্প তেলতেলে ধরনের হলে কন্ডিশনার ব্যবহারের ব্যাপারে সতর্ক থাকুন।
9/10
ছবি সূত্র- পিক্সেলস। বর্ষাকালে চুল শুকোতে সময় লাগে। ভালভাবে চুল শুকনো না হলে চিরুনি ব্যবহার করবেন না। এর ফলে চুলের গোড়া আলগা হয়ে চুল পড়ার সমস্যা বাড়তে পারে।
10/10
ছবি সূত্র- পিক্সেলস। ভেজা চুল বেঁধে রাখবেন না। চুল ভেজা থাকা অবস্থায় বালিশে মাথা দিয়ে শুয়ে পড়বেন না। চুলে বিভিন্ন স্টাইলিং টুল, ড্রায়ার, ব্লোয়ার ব্যবহার করা থেকে বিরত থাকুন।
Sponsored Links by Taboola