চুল আঁচড়ানোর সময় করা এইসব ভুল রাতারাতি বাড়িয়ে দেবে চুল পড়ার সমস্যা

ছবি সূত্র - পিক্সেলস। চুল আঁচড়ানো এবং বাঁধার সময় আমরা অজান্তেই অনেক ভুল করে ফেলি যেগুলি রাতারাতি চুল পড়ার সমস্যা মারাত্মক ভাবে বাড়িয়ে দিতে পারে। তাই সতর্ক থাকা জরুরি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ছবি সূত্র - পিক্সেলস। চুল পড়ার সমস্যা কমাতে চাইলে চুল আঁচড়ানো এবং বাঁধার সময় কোন কোন ভুল করা চলবে না, সেগুলি একবার ভালভাবে জেনে নেওয়া প্রয়োজন।

ছবি সূত্র - পিক্সেলস। চুলের স্বাস্থ্যের খেয়াল রাখতে চাইলে চুল বাঁধা এবং আঁচড়ানোর সময় কোন কোন নিয়ম মেনে চলা জরুরি, দেখে নেওয়া যাক সেই তালিকা।
ছবি সূত্র - পিক্সেলস। ভেজা চুলে কখনই চিরুনি দেবেন না। অনেকেরই স্বভাব রয়েছে স্নানের পরই ভেজা চুল আঁচড়ে নেওয়ার, আজই এই বদ অভ্যাস ত্যাগ করুন। নাহলে বাড়বে বিপদ।
ছবি সূত্র - পিক্সেলস। ভেজা চুলে চিরুনি চালালে চুলের গোড়া দুর্বল হয়ে যায়। তার ফলে দ্রুত হারে চুল পড়তে শুরু করে। এই সমস্যা এড়াতেই ভেজা চুল আঁচড়ানো উচিৎ নয়।
ছবি সূত্র - পিক্সেলস। চুল আঁচড়ানোর সময় কখনই জোরে টেনে চুলের জট ছাড়াতে যাবেন না। ধীরে ধীরে সময় নিয়ে চুলের জট ছাড়াতে হবে। কোঁকড়ানো চুলের ক্ষেত্রে বেশি সাবধানতা প্রয়োজন।
ছবি সূত্র - পিক্সেলস। চুল আঁচড়ানোর সময় যাঁদের চুল অনেক ঘন তাঁরা বড় ফাঁকা ফাঁকা দাঁড় যুক্ত চিরুনি ব্যবহার করুন। এর সাহায্যে সহজে চুলের জট ছাড়িয়ে নেওয়া সম্ভব হবে।
ছবি সূত্র - পিক্সেলস। সরু চিরুনি ব্যবহারের ক্ষেত্রে সাবধান থাকুন। এইসব চিরুনিতে চুলে সহজে টান পড়ে এবং চুল ছিঁড়ে যেতে পারে। তাই সাবধানে সরু চিরুনি দিয়ে চুল আঁচড়াতে হবে।
ছবি সূত্র - পিক্সেলস। চুল বাঁধার ক্ষেত্রে সবসময়ই মনে রাখবেন প্রচণ্ড টেনে, আঁট করে শক্তভাবে চুল বাঁধবেন না। এতে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে। গরমের দিনে চুলে ঘাম বসে যায়। একাধিক সমস্যা দেখা দিতে পারে।
ছবি সূত্র - পিক্সেলস। রাতে অনেকে চুল বেঁধে ঘুমান। বিশেষ করে যাঁদের চুল লম্বা। এক্ষেত্রে আলগা করে বিনুনি বেঁধে রাখাই সবচেয়ে ভাল। রাতে ঘুমের সময় খুব টেনে শক্ত করে চুল বাঁধলে স্ক্যাল্পে রক্ত সঞ্চালনে সমস্যা দেখা দেবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -