Hair Serum: হেয়ার সিরাম লাগানোর সময় কী কী সতর্কতা অতি অবশ্যই মেনে চলা জরুরি, রইল তালিকা

Hair Care Tips: মূলত চুলের রুক্ষভাব দূর করার জন্যই হেয়ার সিরাম ব্যবহার করা হয়। ভাল গুণমানের সিরাম ছাড়া চুলে ব্যবহার করবেন না।

ছবি সূত্র- পিক্সেলস

1/10
ছবি সূত্র- পিক্সেলস। হেয়ার সিরাম সবসময় স্নানের পরে আধাভেজা চুলেই লাগানো উচিত। একদম শুকনো চুলে না লাগানোই ভাল।
2/10
ছবি সূত্র- পিক্সেলস। মূলত চুলের রুক্ষভাব দূর করার জন্যই হেয়ার সিরাম ব্যবহার করা হয়। ভাল গুণমানের সিরাম ছাড়া চুলে ব্যবহার করবেন না।
3/10
ছবি সূত্র- পিক্সেলস। হেয়ার সিরাম লাগানোর আগে হাল্কা করে চুলের জল মুছে নেওয়া জরুরি। চুলে বেশি জল থেকে গেলে চুল চিটচিটে হয়ে যেতে পারে।
4/10
ছবি সূত্র- পিক্সেলস। হেয়ার সিরাম সবসময় চুলের লেংথ পোরশন বা লম্বা অংশে লাগাতে হবে। তালুতে হেয়ার সিরামের ব্যবহার চলবে না।
5/10
ছবি সূত্র- পিক্সেলস। আপনার স্ক্যাল্প এবং চুল যদি অতিরিক্ত তেলতেলে ধরনের হয় তাহলে হেয়ার সিরাম ব্যবহারের আগে দু'বার ভেবে নেওয়া উচিত।
6/10
ছবি সূত্র- পিক্সেলস। স্ক্যাল্প এবং চুল খুব রুক্ষ হলে শুধু হেয়ার সিরাম লাগালেই হবে না। কন্ডিশনার যুক্ত শ্যাম্পু ব্যবহার করতে হবে।
7/10
ছবি সূত্র- পিক্সেলস। হেয়ার সিরাম খুব আলতো হাতে আধাভেজা চুলে লাগিয়ে নিতে হবে। একেবারেই জোরে ঘষবেন না।
8/10
ছবি সূত্র- পিক্সেলস। চুলে হেয়ার সিরাম লাগানোর সময় সতর্ক থাকুন। সামান্য অসাবধানতায় কিন্তু বেড়ে যেতে পারে চুল পড়ার সমস্যা।
9/10
ছবি সূত্র- পিক্সেলস। চুলে সিরাম লাগানোর পরেই তা আঁচড়াতে যাবেন না। চুল পুরো শুকিয়ে যেতে দিন, তারপর চুলে চিরুনি ব্যবহার করুন।
10/10
ছবি সূত্র- পিক্সেলস। চুল আগে ভালভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর সিরাম ব্যবহার করতে হবে। নোংরা চুলে একেবারেই সিরাম লাগাবেন না।
Sponsored Links by Taboola