Hair Spa Benefits: হেয়ার স্পা করা কি আদৌ প্রয়োজনীয়? চুলের এই ট্রিটমেন্টে কী কী উপকার পাবেন?
Hair Care Tips: বাড়িতে স্পা করলে, মাসে অন্তত ২ বার স্পা করার চেষ্টা করুন চুলে। ঘরোয়া উপকরণ দিয়ে চুলে স্পা করলে সপ্তাহে একবারও করা যায়।
Continues below advertisement
ছবি সূত্র- পিক্সেলস
Continues below advertisement
1/10
ছবি সূত্র- পিক্সেলস। হেয়ার স্পা করা চুলের জন্য প্রয়োজনীয়। সবসময় স্যাঁলোতে গিয়ে চুলে স্পা করতে হবে, তা কিন্তু নয়। বাড়িতেও আপনি চুলে স্পা করতে পারেন আপনি।
2/10
ছবি সূত্র- পিক্সেলস। বিভিন্ন ঘরোয়া উপকরণ দিয়ে চুলে স্পা করা যায়। এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন কাঁচা ডিম, লেবুর রস, মধু, অলিভ অয়েল। তবে এগুলো একসঙ্গে ব্যবহার করবেন না কিন্তু। তাহলে চুল নষ্ট হয়ে যাবে।
3/10
ছবি সূত্র- পিক্সেলস। চুলে স্পা করলে সবার আগে চোখে পড়বে যেটা, তা হল চুল চকচকে থাকবে। অর্থাৎ চুলের জেল্লা বজায় থাকবে।
4/10
ছবি সূত্র- পিক্সেলস। চুলের রুক্ষ-শুষ্ক ভাব দূর করতেও হেয়ার স্পা করতে পারেন। হেয়ার স্পা করলে চুল নরম, মোলায়েম থাকবে। চুল হাইড্রেটেড থাকবে।
5/10
ছবি সূত্র- পিক্সেলস। চুল মজবুত করতে স্পা করলে ভীষণ ভাবে কাজে দেবে। অর্থাৎ হেয়ার স্পা করলে চুলের গঠন মজবুত হবে।
Continues below advertisement
6/10
ছবি সূত্র- পিক্সেলস। চুলের গোড়া শক্ত করতে কাজে লাগে হেয়ার স্পা করার অভ্যাস। এর ফলে চুল পড়ার সমস্যা কমবে।
7/10
ছবি সূত্র- পিক্সেলস। হেয়ার স্পা করলে চুলে সঠিক মাত্রায় পুষ্টির জোগান পাওয়া যায়। তাই চুলের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে চাইলে কিন্তু মাঝে মাঝে চুলে স্পা করতে হবে।
8/10
ছবি সূত্র- পিক্সেলস। হেয়ার স্পা নিয়মিত করতে পারলে খুশকির সমস্যাও দূর হবে। তাই যাঁদের খুব খুশকির সমস্যা রয়েছে, তাঁরা মাঝে মাঝে হেয়ার স্পা করুন।
9/10
ছবি সূত্র- পিক্সেলস। হেয়ার ফলিকলগুলির মুখ উন্মুক্ত করতে, হেয়ার ফলিকলগুলিকে সঠিক মাত্রায় পুষ্টির জোগান দিতে এবং নতুন চুল গজাতে কাজে লাগে হেয়ার স্পা করার অভ্যাস।
10/10
ছবি সূত্র- পিক্সেলস। চুলের লালচে রুক্ষ-শুষ্ক ভাব দূর করতে, চুলে ভালভাবে ব্লাড সার্কুলেশন হতে সাহায্য করে হেয়ার স্পা করার অভ্যাস। তাই মাঝে মাঝে হেয়ার স্পা করা উচিত।
Published at : 08 Oct 2025 11:44 PM (IST)