Aloe Vera Gel: চুলের হাজারো সমস্যার সমাধান রয়েছে অ্যালোভেরা জেলে, কী কী উপকার হবে?
ত্বকের পাশাপাশি চুলের যত্নেও কাজে লাগে অ্যালোভেরা জেল। কীভাবে আপনার চুলের যত্নে অ্যালোভেরা জেল কাজে লাগে, সেটা দেখে নেওয়া যাক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅ্যালোভেরার মধ্যে এমন কিছু উপকরণ রয়েছে যা আপনার চুলে পুষ্টি জোগায়। তার ফলে মজবুত হয় চুল। ভিটামিন এ, ভিটামিন বি১২, ভিটামিন সি রয়েছে অ্যালোভেরার মধ্যে।
এই তিনটি ভিটামিন চুলের গোড়া শক্ত করে। নতুন চুল গজাতে সাহায্য করে। হেয়ার ফলিকলের গঠন সুদৃঢ় করে। বাড়িতে অ্যালোভেরা গাছ থাকলে সেখান থেকে ফ্রেশ অ্যালোভেরা জেল পেয়ে যাবেন আপনি।
স্ক্যাল্প অর্থাৎ মাথার তালু অনেকেরই অতিরিক্ত তেলতেলে হয়। এই সমস্যা দূর করার জন্য কাজে লাগে অ্যালোভেরা জেল। ফ্যাটি অ্যাসিড এবং এনজাইম রয়েছে অ্যালোভেরার মধ্যে।
এই দুই উপকরণ স্ক্যাল্পের তেলতেলে ভাব কমায়। আপনার সিবাম প্রোডাকশন নিয়ন্ত্রণ করে ফ্যাটি অ্যাসিড এবং এনজাইম।
এর পাশাপাশি মাথার তালু বা স্ক্যাল্প থেকে যে পরিমাণ তেল এমনিই নির্গত হয় সেটাও নিয়ন্ত্রণ করে অ্যালোভেরা জেলের মধ্যে থাকা ফ্যাটি অ্যাসিড এবং এনজাইম।
মাথার তালুতে বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়। ইচিং বা চুলকানি ছাড়াও অন্যান্য ইরিটেশন হতে পারে। অ্যালোভেরা জেলে থাকা অ্যামাইনো অ্যাসিড এইসব সমস্যা দূর করে।
মাথার তালুর র্যাশ, চুলকানি, জ্বালাভাব ইত্যাদি দূর করতে কাজে লাগে অ্যালোভেরা। অর্থাৎ এককথায় বলা যায় চুলের হাজারো সমস্যার সমাধান রয়েছে অ্যালোভেরার মধ্যে।
অ্যালোভেরার মধ্যে রয়েছে অ্যালোনিন নামের একটি উপকরণ। এর সাহায্যে চুলের গোড়া শক্ত হয়। নতুন চুল গজাতে সাহায্য করে অ্যালোনিন। এছাড়াও চুলের রুক্ষ এবং শুষ্ক ভাব দূর করে।
চুলের ডগা ফাটার সমস্যা, চুল মাঝখান থেকে ভেঙে যাওয়া ইত্যাদি সমস্যা দূর করে। চুলের উজ্জ্বলতাও বৃদ্ধি করে। চুলে খুশকির সমস্যা থাকলে সেটাও কমায় অ্যালোভেরা জেল। চুলের লালচে ভাবও দূর করতে সাহায্য করে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -