Hair Care Tips: ধুলোময়লা জমে চিটচিটে হয়ে যাচ্ছে চুল? বাড়তে পারে চুল পড়ার সমস্যা, যত্ন নেবেন কীভাবে?
শীতের মরশুমে দূষণের মাত্রা বাড়ে। আর তার জেরে আমাদের চুলে বেশি মাত্রায় জমে নোংরা। অনেকেই বাইরে বেরোন চুল খুলে। সেক্ষেত্রে সমস্যা আরও বাড়ে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচুল যদি লম্বায় অনেকটা বড় হয় এবং আপনি তা না বেঁধে এই শীতের দিনে বাইরে যান, তাহলে আপনার চুলে সহজেই ধুলোময়লা জমে জট পড়ে যাবে এবং মাথার তালু বা স্ক্যাল্প হয়ে উঠবে চিটচিটে।
এর ফলে চুল পড়ার পাশাপাশি দেখা দিতে পারে আরও একাধিক সমস্যা। তাই সময় থাকতেই সতর্ক হওয়া প্রয়োজন। যদি শীতের মরশুমে এই চিটচিটে চুলের সমস্যা থেকে রেহাই পেতে চান তাহলে কী কী করতে পারেন, একনজরে দেখে নিন।
নিয়মিত পরিষ্কার রাখুন চুল- শীতের দিনে ঠান্ডায় অনেকেই মাথা ভিজিয়ে স্নান করার ক্ষেত্রে আলস্য দেখান। চুল ভাল রাখতে চাইলে এই অভ্যাস ত্যাগ করা প্রয়োজন। যাঁরা রোজ বেরোন তাঁরা রোজ শ্যাম্পু করতে পারলেই ভাল।
যেহেতু শীতের মরশুমে ঠান্ডা বেশি তাই সপ্তাহে অন্তত দু' থেকে তিনদিন শ্যাম্পু করা প্রয়োজন। যাঁদের স্ক্যাল্প খুব তেলতেলে, তাঁদের শ্যাম্পু বেশিদিন করতে হবে। তাহলে মাথার তালু চিটচিটে হওয়ার সম্ভাবনা কমবে। আর আপনি চুল পড়ার সমস্যা এড়াতে পারবেন।
স্ক্যাল্প তেলতেলে হলে অয়েল ম্যাসাজ নয়- মাথার তালু যদি খুব তেলতেলে হয় তাহলে আপনি শীতের দিনে মাথায় তেল ম্যাসাজ না করাই ভাল।
স্ক্যাল্প অত্যধিক তেলতেলে বা অয়েলি হয়ে গেলে চুল চিটচিটে হয়ে যাবে এবং চুল পড়ার সমস্যা বৃদ্ধি পাবে। তবে রুক্ষ, শুষ্ক চুল যাঁদের তাঁরা অয়েল ম্যাসাজ করতে পারেন।
নিয়ম করে আঁচড়াতে হবে চুল- স্নানের পর চুল শুকিয়ে গেলে এবং স্নান করতে যাওয়ার আগে ভালভাবে চুল আঁচড়ে নেওয়া প্রয়োজন। এর ফলে সহজে আপনার চুলে জট পড়বে না।
যদি আপনার মাথার তালু অত্যধিক তেলতেলে হয় তাহলে চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর সময় এই তেল চুলের সর্বত্র ছড়িয়ে পড়বে। ফলে শুধু মাথার তালু কিংবা চুলের একটা অংশ চিটচিটে বা তেলতেলে দেখতে লাগবে না। এর সঙ্গে সঙ্গে চুল পড়ার সমস্যাও এড়াও সম্ভব হবে।
অয়েলি স্ক্যাল্প হলে মাথায় হেয়ার ড্রায়ার ব্যবহার না করাই ভাল। চুল শুকনোর জন্য নরম তোয়ালে ব্যবহার করুন। বা ব্যবহার করতে পারেন নরম সুতির গামছা। জোরে ঘষে চুল মুছবেন না। এর ফলে চুলে গোড়া আলগা হয়ে চুল পড়ার সমস্যা বাড়তে পারে। এর পাশাপাশি মাথার তালুর তেলতেলে ভাব কমানোর জন্য হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে চুলের চিটচিটে ভাব কমবে এবং চকচকে ভাব অর্থাৎ জেল্লা দেখা যাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -