Hair Thinning Problem: চুল মারাত্মক পাতলা হয়ে যাচ্ছে? কী কী কারণে এই সমস্যা দেখা দিতে পারে?

Hair Care Tips: চুলে আমরা বিভিন্ন ধরনের হিটিং টুল ব্যবহার করি চুল স্ট্রেট করা কিংবা কার্ল করার জন্য। যত বেশি হিটিং টুল ব্যবহার করবেন চুল তত পাতলা হবে।

ছবি সূত্র- পিক্সেলস

1/10
ছবি সূত্র- পিক্সেলস। অনেকের ক্ষেত্রেই দেখা যায় চুল হয়তো বেশি পড়ছে না। কিন্তু চুল খুবই পাতলা। চুলের গঠনও ভাল নয়।
2/10
ছবি সূত্র- পিক্সেলস। চুল পড়ার সমস্যা না থাকলেও একাধিক সমস্যা দেখা দিতে পারে আপনার চুলে। তার মধ্যে একটি হল চুল পাতলা হয়ে যাওয়া।
3/10
ছবি সূত্র- পিক্সেলস। চুল পাতলা হয়ে যাওয়ার অনেক কারণ থাকতে পারে। সাধারণত যাঁদের চুল খুব পাতলা হয়, তাঁদের চুলের গঠন রুক্ষ, শুষ্ক হয়। চুল ভঙ্গুর প্রকৃতির হয়।
4/10
ছবি সূত্র- পিক্সেলস। কেন চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়, জেনে নিন বিস্তারিত। তাহলে চুল পাতলা হলে যত্নের ব্যাপারে সতর্ক থাকতে পারবেন।
5/10
ছবি সূত্র- পিক্সেলস। অনেকসময় আমরা অনেক ওষুধ অনেকদিন ধরে খেয়ে থাকি। চুল পাতলা হয়ে যাওয়ার পিছনে এই সমস্ত ওষুধ থাকতে পারে।
6/10
ছবি সূত্র- পিক্সেলস। আপনার শরীরে যদি হরমোনের ক্ষরণে অসামঞ্জস্য দেখা দেয় তাহলে চুল পাতলা হয়ে যেতে পারে। রোজ হয়তো অনেক চুল পড়ছে তা নয়। কিন্তু চুলের গঠনটাই পাতলা।
7/10
ছবি সূত্র- পিক্সেলস। চুলে আমরা বিভিন্ন ধরনের হিটিং টুল ব্যবহার করি চুল স্ট্রেট করা কিংবা কার্ল করার জন্য। যত বেশি হিটিং টুল ব্যবহার করবেন চুল তত পাতলা হবে।
8/10
ছবি সূত্র- পিক্সেলস। ঘন ঘন চুলে বিভিন্ন কেমিক্যাল ট্রিটমেন্ট করালে, চুলে রং করালেও চুল পাতলা হয়ে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে। তাই সতর্ক থাকা জরুরি।
9/10
ছবি সূত্র- পিক্সেলস। ভিটামিন ডি এবং আয়রন- এই দুই উপকরণের ঘাটতি আমাদের শরীরে দেখা দিলে চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যা মারাত্মক ভাবে দেখা যায়।
10/10
ছবি সূত্র- পিক্সেলস। স্ট্রেসের কারণ মাথার চুল ঝরতে পারে। ফাঁকা হতে পারে মাথা। ক্রমশ পাতলা হয়ে যেতে পারে চুল। শুধু স্ট্রেস নয়, জিনগত কারণেও অনেকের চুল পাতলা ধরনের হয়ে থাকে।
Sponsored Links by Taboola