Hanuman Jayanti 2022: হনুমান জয়ন্তীতে কখন ও কীভাবে 'বজরং বাণ' পাঠ করা উচিত, জেনে নিন
আজ দেশজুড়ে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। এই দিনটিকে বিশেষ মনে করা হয়। হনুমানজিকে উৎসর্গ করার জন্য এই দিনটিকে খুবই শুভ বলে মনে করা হয়। এদিন হনুমানজির উদ্দেশে অর্ঘ্য নিবেদন করলে তা জীবনে বিশেষ ফল দেয়। এই দিন কী কী করতে পারেন? জেনে নিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরামভক্ত হনুমানের জন্মদিনে শাবর মন্ত্র পাঠ খুবই শুভ মানা হয়। সবচেয়ে সুরক্ষিত বলে মনে করা হয় এই মন্ত্রকে। বেশ সহজও এই মন্ত্র। ফলে সাধারণ মানুষের কাছে এটি বেশি জনপ্রিয়। এই মন্ত্রগুলির জন্য বৈদিক মন্ত্রের মতো দীর্ঘ সাধনার প্রয়োজন হয় না এবং এগুলি তান্ত্রিক মন্ত্রগুলির মতো জটিলও নয়।
শাবর মন্ত্রের বিশেষ ব্যাপার হল এটি যে ইষ্টের জন্য পড়া হয়, মন্ত্রে তাঁরও ইষ্টের কথা উল্লেখ থাকে। অর্থাৎ, তাঁদের কাছে প্রার্থনা করা হচ্ছে যে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব আমার মনোবাঞ্ছা পূরণ কর।
'বজরং বাণ' মন্ত্রও বেশ প্রভাবশালী। এটিও শাবর মন্ত্রের মতোই। এর প্রভাবও সুদূরপ্রসারী। তাই একে চালিসা বা কবচ না বলে 'বাণ' বলা হয়।
'বাণ' কথার অর্থ নির্ধারিত লক্ষ্যকে ভেদ করা। অর্থাৎ এমন একটি অস্ত্র, যা ছাড়া ঈশ্বরের কৃপা পাওয়ার আর কোনও উপায় নেই।
যখন সব চেষ্টাই বৃথা যায় তখন কী করবেন? বিশ্বাস করা হয় যে সমস্ত চেষ্টা ব্যর্থ হলে 'বজরং বাণ' জপ করা উচিত। যখন বিপদ খুব প্রবল হয়, তখন এটি পাঠ করলে খুব শুভ ফল পাওয়া যায়।
বিশেষ পরিস্থিতিতেই বজরং বাণের পাঠ করা উচিত। আপনি যদি শত্রু দ্বারা পরিবেষ্টিত থাকেন এবং শত্রুরা প্রতিনিয়ত সমস্যা ও বাধা সৃষ্টি করে থাকে তবে আপনি এই মন্ত্রটি পাঠ করতে পারেন। যারা দুরারোগ্য রোগে ভুগছেন বা যারা কোনও ওষুধের প্রভাব পাচ্ছেন না, এমন ব্যক্তিদের বজরং বাণ পাঠ করা স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী।
আপনি যদি আর্থিক সমস্যায় পড়েন, লেনদেনের ক্ষেত্রে আপনি সম্পূর্ণরূপে আটকে থাকেন, তবে এটি পাঠ করা খুব ভাল। শিক্ষার্থী বা চাকরি খুঁজছেন এমন ব্যক্তিরা এটি পড়লে ভাল ফল পাওয়া পাবে। যাঁদের বিবাহিত জীবন ভাল যাচ্ছে না বা অবিবাহিতদের অনেক চেষ্টার পরও বিয়ে নিশ্চিত হচ্ছে না কোথাও। এই ধরনের পরিস্থিতির মোকাবিলা করার জন্য, বজরং বাণের পাঠ খুবই উপকারী।
যে কোনও বই থেকে বজরং বাণ পাঠ করা যায়। কিন্তু লাল রঙ দিয়ে যে বইতে লেখা আছে সেই বই থেকেই পড়ুন।
এই বাণের পাঠ শুরু সকাল বা সন্ধে যে কোনও সময়েই করা যায়। মঙ্গলবার বা শনিবার এই পাঠের শুরু করতে পারেন। তবে অপেক্ষা না করতে চাইলে যে কোনও দিনই শুরু করা যেতে পারে। এক্ষেত্রে মনে রাখা ভাল যেদিনই পাঠ যখনই শুরু করা হোক, তা আগামী চল্লিশ দিন একটানা একই সময়ে পাঠ করলে ভাল ফল মিলবে।এই বাণের পাঠ শুরু সকাল বা সন্ধে যে কোনও সময়েই করা যায়। মঙ্গলবার বা শনিবার এই পাঠের শুরু করতে পারেন। তবে অপেক্ষা না করতে চাইলে যে কোনও দিনই শুরু করা যেতে পারে। এক্ষেত্রে মনে রাখা ভাল যেদিনই পাঠ যখনই শুরু করা হোক, তা আগামী চল্লিশ দিন একটানা একই সময়ে পাঠ করলে ভাল ফল মিলবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -