Bijoya Dashami 2024: 'এবার মাগো বিদায় তবে....' প্রিয়জনদের জানান শুভ বিজয়ার শুভেচ্ছাবার্তা

Vijayadashami Wishes 2024:

প্রিয়জনকে WhatsApp-এ দশমীর শুভেচ্ছা জানান

1/7
আজ মহানবমী। দুর্গাপুজোর আজ শেষ দিন। মণ্ডপে মণ্ডপে চলছে উমার আরাধনা। তিথি মেনে হচ্ছে নবমীর পুজো। বেলুড় মঠে চলছে নবমীর বিশেষ পুজো। শনিবার পেরোলেই রবিবার বিষাদের দশমী। অনেক জায়গায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দশমীর পুজো। ফের এক বছরের অপেক্ষা।
2/7
উৎসবের আজ শেষ বেলা,শুরু হবে সিঁদুর খেলা,মনের মাঝে রেখে মাকে, বিদায়ের সুর বাজবে ঢাকে। শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই।
3/7
মা যে এবার যাওয়ার সাজে, বিসর্জনের বাজনা বাজে, বলুক সবাই মুখর রবে, আসছে বছর আবার হবে। শুভ বিজয়া দশমী।
4/7
গুরুজনদের প্রণাম, ছোটদের স্নেহের আশীর্বাদ ও ভালোবাসা জানানোর পাশাপাশি প্রিয়জনকে WhatsApp-এ দশমীর শুভেচ্ছা জানান। যেমন- এবার মাগো বিদায় তবে, আসছে বছর আবার হবে, সবাইকে মা রাখিস সুখে, বিজয়া আজ মিষ্টি মুখে। শুভ বিজয়া
5/7
শুভ বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। উৎসবের দিনগুলি কাটুক সুখে, উৎসবের শেষ হোক মিষ্টি মুখে। শুভ বিজয়া উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
6/7
আসছে বছর আবার এসো মা। সকলকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা।
7/7
আজ দশমী সিঁদুর খেলা, মায়ের এবার ফেরার পালা, চোখের জলে বিদায় বলা। আসছে বছর আবার মা এসো আমাদের ঘরে। শুভ বিজয়া দশমী।
Sponsored Links by Taboola