Fennel Seeds: অতিরিক্ত মেদ ঝরাতে কীভাবে সাহায্য করে মৌরী? প্রতিদিনের মেনুতে কীভাবে যোগ করবেন এই মশলা?
Fennel Seeds: অনেকের বাড়িতেই মৌরী দিয়ে রান্না হয়। এর ফলে খাবারে পুষ্টিগুণ তো থাকেই সেই সঙ্গে পাওয়া যায় সুগন্ধ।
ফাইল ছবি, মৌরীর গুণ
1/10
ভারতীয় মশলার মধ্যে রয়েছে অনেক গুণ। বিভিন্ন মশলা বিভিন্ন কাজে লাগে। এর মধ্যে মৌরী হল অন্যতম। এই মশলা যেমন রান্নায় ব্যবহার করা যায়, তেমনই এর রয়েছে অন্যান্য অনেক গুণ।
2/10
অনেকেই সকালবেলায় খালি পেটে মৌরী ভেজানো জল খেয়ে থাকেন। ওজন কমাতে অর্থাৎ অতিরিক্ত বডি ফ্যাট ঝরাতে দারুণ ভাবে কাজে লাগে মৌরী।
3/10
মৌরীর মধ্যে রয়েছে অনেক নিউট্রিয়েন্ট অর্থাৎ পুষ্টিকর উপকরণ। সুগন্ধ ছাড়াও এই মশলা ওজন কমাতে সাহায্য করে। মৌরীর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপকরণ শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে।
4/10
মৌরীর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। তাই এই উপকরণ সহজে খাবার হজম করায়। এর পাশাপাশি আপনার পেট ভরিয়ে রাখে। তাই রান্নায় মৌরী ব্যবহারের অনেক উপকারিতা রয়েছে।
5/10
কারণ এই মশলা আপনার সর্বক্ষণ খিদে পেয়েছে এমন ভাব দূর করবে অনায়াসে। এর ফলে আপনি মাঞ্চিং বা স্ন্যাকিং কম করবেন, যা আপনার ওজন কমাতে সাহায্য করবে।
6/10
মৌরী সহজে খাবার হজম করানোর পাশাপাশি আপনার শরীরে মেটাবলিজম রেট বাড়িয়ে দেয়। এর ফলে শরীরের ফ্যাট বার্নিং প্রসেস দ্রুত হতে থাকে। অর্থাৎ সহজে আপনার শরীরের অতিরিক্ত ফ্যাট ঝরে যাবে।
7/10
অনেক সময়েই আমরা বুঝতে না পেরে বেশি খাওয়াদাওয়া করে ফেলি। অর্থাৎ আমাদের যা ক্ষমতা তার থেকে বেশি খেয়ে ফেলি।
8/10
এর ফলে একটা হাঁসফাঁস অবস্থা তৈরি হয়। যদি এই সময়ে একটু মৌরী খাওয়া যায় তাহলে অনেক উপকার পাওয়া যাবে। এই জন্যই রেস্তোরাঁয় খাবার দেওয়ার শেষে মৌরী পরিবেশন করা হয় অনেকসময়।
9/10
মূলত মৌরী এমন একটি উপকরণ যা শরীরের সমস্ত টক্সিন এবং অতিরিক্ত ফ্লুইড বের করে দেয়। আর তাই আপনার শরীর থাকে সতেজ এবং ঝরঝরে।
10/10
চায়ের সঙ্গে কিংবা গরম জলে মৌরী ভিজিয়ে রেখে সেই পানীয় খেতে পারেন। এর মাধ্যমে শুধু যে শরীরের অতিরিক্ত ফ্যাট ঝরবে তা নয়, আরও অনেক উপকার পাওয়া যাবে।
Published at : 03 May 2023 08:33 AM (IST)