Anemia Symptoms: মাথা যন্ত্রণা, ঝিমানি ভাব... আর কোন কোন উপসর্গ দেখলে বুঝবেন আপনি রক্তাল্পতায় ভুগছেন?
অ্যানিমিয়া অর্থাৎ রক্তাল্পতার সমস্যা দেখা দিলে ত্বক ফ্যাকাশে হয়ে যায়। এমনি দেখেই মনে হয় যেন রক্তশূন্য হয়েছে ত্বক। কোনও জৌলুস, উজ্জ্বলভাব থাকে না। ত্বক একদম নির্জীব হয়ে পড়ে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরক্তাল্পতার সমস্যা থাকলে অল্প কাজ করে হাঁপিয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিতে পারে। শ্বাস নিতে সমস্যা অনুভব করতে পারেন আপনি। মনে হবে যেন গলা চোকড অর্থাৎ বন্ধ হয়ে গিয়েছে।
রক্তাল্পতার সমস্যা থাকলে অর্থাৎ অ্যানিমিয়া হলে ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার হৃদযন্ত্র। আচমকা বেড়ে যেতে পারে হৃদস্পন্দন। তাই এই জাতীয় সমস্যা দেখা দিলে, সতর্ক হোন।
অ্যানিমিয়া থাকলে হাত-পা ঠান্ডা হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। অনেকক্ষেত্রে দেখা যায় আপনার হাত-পা ঘেমে যাচ্ছে। এই জাতীয় লক্ষণ বারংবার দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
অনেকের তীব্র মাথা যন্ত্রণার সমস্যা দেখা যায় রক্তাল্পতা হলে। খুব অল্পেই মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। এই জাতীয় সমস্যা অনেক কারণেই হতে পারে। তাই প্রায়ই মাথা ব্যথা হওয়া ভাল নয়। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
মাথা ব্যথার সমস্যা হলে নিজেই ওষুধ অর্থাৎ পেনকিলার খাবেন না। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনও প্রকার পেনকিলার খাওয়ার অর্থাৎ বিপদকে ডেকে আনা।
আপনি কি খুব অল্প পরিশ্রমেই হাঁপিয়ে ওঠেন? সারাক্ষণ একটা ঝিমানি ভাব দেখা যায়? ক্লান্তি লাগে? তাহলে হতে পারে আপনি অ্যানিমিয়ার সমস্যায় ভুগছেন।
সবসময় যে রক্তাল্পতা বা অ্যানিমিয়ার কারণেই ঝিম ধরা ভাব থাকবে তাই নয়। তবে অনেকসময়েই দেখা যায় এই উপসর্গের আসল কারণ হল রক্তাল্পতা। তাই সময় থাকতেই সতর্ক হওয়া জরুরি।
মাথা ব্যথা, ঝিমানি ভাব, ক্লান্তির পাশাপাশি অ্যানিমিয়ার সমস্যা হলে মাথা ঘোরানোর সমস্যাও দেখা যায়। আচমকাই মনে হতে পারে যেন চোখের সামনে অন্ধকার হয়ে গেল।
আপনার রক্তাল্পতার সমস্যা রয়েছে কিনা, অর্থাৎ আপনি অ্যানিমিয়ার শিকার কিনা তা জানার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -