Weight loss diet : ভাতের সঙ্গে দই, সকাল-সকাল চা-বিস্কুট, ওজন কমাতে অভ্যেস বদলান
ওজন কমাতে কী খাবেন
1/9
দুপুরে খেতে পারেন খিচুরি। সঙ্গে থাকুক অবশ্যই মরশুমি সবজি। তবে কতটা পরিমাণে খাবে, পুষ্টিবিের পরামর্শ নিন। প্রত্যেকের শরীরে ক্যালরির চাহিদা কিন্তু আলাদা।
2/9
কিন্তু পুষ্টিবিদরা বলছেন, ওজন কমাতে গেলে শুধু কম খাওয়া বয়, সঠিক খাবারটি বাছতে হবে। সেই সঙ্গে মেনে চলতে হবে কিছু নিয়ম ।
3/9
অনেকেই দিন শুরু করেন চা বা কফি দিয়ে। বলা যায়, বেশিরভাগ মানুষই তাই করেন। কিন্তু তার বদলে খান হালকা গরম জল। বারে বারে।
4/9
অনেকেই দুপুরের খাবারের সঙ্গে দই খেয়ে থাকেন। পুষ্টিবিদ ঈশানী ভৌমিক বারুই জানালেন, দইটা কোনও ছোট মিলের সঙ্গে যোগ করে নিন।
5/9
অল্প অল্প করে বারবার খান। মিক্স ভেজ পোহা খেতে পারেন। কিংবা ওই জাতীয় কিছু। ওটস-অ্যাপল স্মুদি ট্রাই করতে পারেন।
6/9
সকাল সকাল রুটি তরকারিও চলতে পারে। দুপুরেও চলতে পারে রুটি ।
7/9
দই রাখবেন না ভাত বা খিচুরির সঙ্গে। তাহলে দইয়ের উপকারিতা পাবে না আপনার শরীর। বললেন পুষ্টিবিদ ঈশানী।
8/9
বিকেলে খাওয়ার জন্য সঙ্গে রাখতে পারেন ফক্স সিড বা মাখনা। বা মরশুমি ফলও রাখতে পারেন স্ন্যাক্সে।
9/9
রাতের খাবার হোক হাল্কা। মিক্স ভেজ বা স্যুপ থাকুক ডিনারে।
Published at : 31 Jan 2022 11:07 AM (IST)