Blood Pressure: ওয়ার্কিং ফ্রম হোম? রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে মেনে চলতেই হবে এই নিয়মগুলি
Blood Pressure: ওয়ার্কিং ফ্রম হোম? রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে মেনে চলতেই হবে এই নিয়মগুলি
1/10
ব্লাড প্রেসার (Blood pressure) কতটা বাড়লে রোগীকে ওষুধ দেওয়া যেতে পারে? এই নিয়ে নতুন গাইডলাইন প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গাইডলাইনে বলা হয়েছে, কোনও ব্যক্তির রক্তচাপ (Blood pressure), ১৪০/৯০-র বেশি না হলে এবং কোমর্বিডিটি না থাকলে, ওষুধ খাওয়ার প্রয়োজন নেই।
2/10
যাঁদের হৃদযন্ত্রঘটিত সমস্যা রয়েছে তাঁদের রক্তচাপ ১৩০/৮৫ হলে ওষুধ দেওয়া যেতে পারে। চিকিত্সক অর্পণ চক্রবর্তী জানালেন, শুধু তাই নয়, কোমর্বিডিটি থাকলেই বাড়তি সতর্কতা প্রয়োজন।
3/10
কিন্তু ওষুধ খেলেই কি নিয়ন্ত্রণে থাকবে ব্লাড প্রেসার ? না। চিকিত্সকরা জানাচ্ছেন, সেই সঙ্গে মেনে চলতে হবে কিন্তু লাইফস্টাইল সংক্রান্ত নিয়মকানুনও।
4/10
অতিমারী কালে, অনেকেই ঘণ্টার পর ঘণ্টা বাড়িতে বসে কাজ করছেন। বাইরে বেরনোর ক্ষেত্রে অনেক বাধা আছে, তাই হাঁটাচলাও হচ্ছে কম।
5/10
তাই এই সময় হালকা যোগাভ্যাস, ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ অত্যন্ত জরুরি।
6/10
বসে বসে কাজ করায় পেটে চর্বি জমার সমস্যা খুবই কমন। আর অতিরিক্ত মেদ হাই ব্লাড প্রেসারের রোগীদের শত্রু।
7/10
কঠিন এক্সারসাইজ না করতে পারলে রোজ সকালে ফাঁকা জায়গায় জোরে জোরে হাঁটাও খুব সাহায্য করে সুস্থ জীবন বজায় রাখতে।
8/10
আমরা কিছু কিছু ক্ষেত্রে ভুল খাওয়া-দাওয়ার অভ্যেসের জন্য নিজেদের বিপদ ডেকে আনি। অতিরিক্ত কার্বডাইড্রেট যুক্ত খাবার, তৈলাক্ত তরি তরকারি এড়িয়ে চলাই ভাল।
9/10
মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলাই ভাল। এতে অতিরিক্ত মেদ বৃদ্ধি আটকায়।
10/10
সেই সঙ্গে মনে রাখতে হবে, নিয়মিত ব্লাড প্রেসার মনিটর করতে হবে। সেই সঙ্গে চিকিত্সকের পরামর্শ মতো খেয়ে যেতে হবে ব্লাড প্রেসারের ওষুধ।
Published at : 01 Sep 2021 01:23 PM (IST)