Diabetes : ডায়াবেটিকদের মধ্যে কোন কোন ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি? কেন?
ডায়াবেটিসকে অনেক ক্ষেত্রেই সায়লেন্ট কিলার হিসেবেও ধরা হয়। ডায়াবেটিসে একজন মানুষের জীবনযাত্রা অনেক ক্ষেত্রে বদলে যায়। তার খাদ্যতালিকায় বিশেষ বদলাতে হয় পরিবর্তন আনা প্রয়োজন তার জীবনচর্যাতেও। আর একটি রোগের ভয়াবহতাও এখন গ্রাস করছে, তা হল ক্যান্সার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচিকিৎসাশাস্ত্র এত উন্নত হয়ে গেলেও আক্রান্ত মানুষ জীবনহানির আশঙ্কায় ভোগেন। আর ডায়াবেটিস সরাসরি প্রাণঘাতী না হলেও দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে খারাপ ভাবে প্রভাবিত করে। কিডনির কার্যকারিতায় ক্ষতি করে ।
বেশকিছু ধরনের ক্যান্সার ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বেশি সংকটজনক হয়ে উঠতে পারে। এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ডা. শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায়।
যেমন, কোলোরেক্টাল ক্যানসার (Colorectal cancer starts in the colon or the rectum) । এছাড়াও মেনোপজের পরে হওয়া ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত রোগী যদি মধুমেহ রোগেও আক্রান্ত হয়ে থাকেন, তাহলে তার জীবনের ঝুঁকি অনেকটাই বেশি।
গবেষণায় দেখা গেছে ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা কর্কটরোগে আক্রান্ত হলে দ্রুত খারাপ পরিণতির দিকে এগোন নন ডায়াবেটিকদের তুলনায়। আবার উল্টোটাও দেখা গেছে
প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে ডায়াবেটিকরা কম আক্রান্ত হন । আবার এই অসুখের পড়লেও তাঁরা অন্যদের তুলনায় ক্যান্সার নিয়ে অপেক্ষাকৃত বেশি দিন বাঁচেন ।
কোনও ডায়াবেটিক যদি ওবেসিটির সমস্যাতেও ভোগেন তাহলে তা আরও ক্ষতিকারক। ক্যান্সার আক্রান্তদের ক্ষেত্রে ওবেসিটি মারাত্মক হতে পারে।
মধুমেহ আক্রান্ত রোগীদের শরীরে ইনফ্লামেশন এর দরুণ ফ্রি-রাডিক্যালসের মাত্রা অন্যদের থেকে বেশি থাকে। গবেষণা বলছে, এই ফ্রি-রাডিক্যালস শরীরে বিভিন্ন কোষে ক্যান্সার ছড়িয়ে পড়ার প্রবণতা বাড়িয়ে দেয়স, যা কার্যত মারাত্মক !
খা গিয়েছে, ইনসুলিন বা ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর মেনোপজের পরে ফ্যাট থেকে যে ইস্ট্রোজেন তৈরি হয় তার মাত্রা বাড়িয়ে ব্রেস্ট ক্যান্সারের প্রবণতা বাড়ায়। এছাড়া ডায়াবেটিস আরো কিছু হরমোনাল পরিবর্তন ঘটিয়ে বিভিন্ন ধরনের ক্যান্সারের প্রবণতা বাড়ায়।
image 10
- - - - - - - - - Advertisement - - - - - - - - -