Cataract: যেকোনও বয়সে ছানির সমস্যা দেখা দিতে পারে, কীভাবে বুঝবেন?
ছানি বা ইংরেজিতে যাকে বলে-Cataract, এটি হল চোখের এক ধরনের রোগ। এর রোগ দেখা দিলে প্রাথমিকভাবে চোখের লেন্স অস্বচ্ছ বা ঘোলা হতে শুরু করে, ফলে দৃষ্টিশক্তি ক্ষিণ হতে থাকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকী কী কারণে ছানির সমস্যা হতে পারে? বার্ধক্যজনিত কারণে (Age related cataract), শরীরের অন্য অসুখের কারণে (Cataract in systemic disease), চোখের কোন অসুখের জটিলতার ফলে (Secondary or Complicated cataract), আঘাতজনিত কারণে (Traumatic cataract)।
চিকিৎসাবিজ্ঞান থেকে জানা যায় ছানির সমস্যা সাধারণত ৪০ বছরের পর দেখা গেলেও আদতে এই রোগ আসার কোনও বয়স হয় না। অনেকক্ষেত্রে দেখা যায় সদ্যজাত শিশুরও এই সমস্যা রয়েছে। অপারেশনের মাধ্যমে এই সমস্যার সমাধান করা হয়ে থাকে।
ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে খুব সহজেই এই রোগ বাসা বাধে। এছাড়াও হাই মায়োপিয়া কিংবা Hereditary fundus dystrophy-এর মতো অসুখেও ছানির সমস্যা দেখা দেয়।
ছানি বা ক্যাটার্যাক্টের ফলে আমাদের লেন্সের বেশ কিছু প্রোটিন (ক্রিস্টালিন) -এর গঠন নষ্ট হতে শুরু করে। এর ফলে এক অস্বচ্ছ আবরণ তৈরি হয়।
বর্তমানে ফেকো, SICS, ECCE-এর মতো উন্নতমানের চিকিৎসা দিয়ে অতি সহজেই রোগ নিরাময় এবং দৃষ্টি স্বাভাবিক হয়ে যায়। অযত্ন না করলে ছানি খুব সহজেই সেরে যায়।
তবে ছানির সমস্যা এড়ানোর জন্য চোখের যথন নেওয়া খুব প্রয়োজন। দীর্ঘদিন ডায়াবেটিস বা অন্য কোনও রোগ থাকলে চোখের ডাক্তারের কাছ থেকে নিয়মিত চোখ পরীক্ষা করানো খুব প্রয়োজনীয়।
চোখের জন্য উপকার সেই সব খাবার খাওয়া উচিত। ভিটামিন-এ (ক্যারোটিন সমৃদ্ধ খাবার), ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ফাইটো নিউট্রেয়ান্ট রয়েছে এমন খাওয়ার খান। গাজর যেমন চোখের জন্য খুব উপকারী।
যদিও চোখে ঝাপসা দেখা,একটা জিনিস দু’টো দেখা, লেন্সের রঙ ঘোলা হয়ে যাওয়া, আলোয় কম দেখার মতো সমস্যা টের পেলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -