Chia Seeds: রোজ মুঠো মুঠো চিয়া সিডস খাচ্ছেন ? অজান্তে বিপদ ডেকে আনছেন নাতো ?
Chia Seeds Side Effects : অতিরিক্ত চিয়া সিডস খেলে শরীরে কী কী প্রভাব পড়ে ? কাদের এড়িয়ে যাওয়া উচিত? দেখুন একনজরে
রোজ মুঠো মুঠো চিয়া সিডস খাচ্ছেন ? অজান্তে বিপদ ডেকে আনছেন নাতো ?
1/10
চিয়া সিডস বর্তমানে খুব জনপ্রিয় হলেও, এটির কিছু অপকারিতা রয়েছে। অতিরিক্ত পরিমাণে এটা খেলে হজমে সমস্যা তৈরি হতে পারে।
2/10
অনেকেই পুডিং, স্মুদি, স্যালাডে চিয়া সিডস ব্যবহার করেন। এতে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ-সহ একাধিক খনিজ ও ভিটামিন থাকে।
3/10
যা থেকে কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, পেটফাঁপা এবং পেটব্যাথার মত সমস্যা তৈরি হতে পারে। অতিরিক্ত ফাইবারের কারণে এটি হয়ে থাকে।
4/10
চিয়া সিডস মূলত প্রোটিন ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের একটি ভাল উৎস। তাই এটি অতিরিক্ত পরিমাণে খেলে বিরূপ প্রভাব পড়ে পারে।
5/10
চিয়া সিডস অতিরিক্ত পরিমাণে খেলে রক্ত পাতলা হয়ে যেতে পারে। তাই খাবারের তালিকায় এটি রাখার আগে চিন্তাভাবনা করে নিন।
6/10
যদি আপনার অ্যালার্জির উপস্বর্গ দেখা দেয়, তাহলে এড়িয়ে যান। এথেকে ঠোঁট ও জিহ্বায় চুলকানি তৈরি হতে পারে।
7/10
চিয়া সিডস শরীরের রক্তে শর্করার মাত্রাতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এমনকি ইনসুলিন প্রতিরোধ ক্ষমতাতেও প্রভাব ফেলে।
8/10
গর্ভবতী মহিলারা ক্ষতির মুখোমুখি হতে পারেন। তাই গর্ভবতী মহিলাদের পুষ্টিবিদের খুবই অল্প পরিমাণে এটি খাওয়া উচিত।
9/10
চিয়া সিডস বেশি পরিমাণে খেলে ঘন ঘন প্রস্রাবের মতো সমস্যা হতে পারে। তাই সতর্ক থাকবেন।
10/10
ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
Published at : 31 Mar 2025 04:55 PM (IST)