Child Vaccination : কেন শিশুদের করোনা ভ্যাকসিনেশন জরুরি, এই তথ্যগুলি জেনে নিন আগেভাগেই
শিয়রে সঙ্কট। পুজোর মাসে স্বস্তির খবর তো নেইই, উপরন্তু তৃতীয় ঢেউ ভয়ঙ্কর হওয়ার সম্ভাবনার কথা বলছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। রিপোর্ট সতর্ক করেছে অক্টোবরেই শিখরে পৌঁছবে করোনার তৃতীয় ঢেউ। প্রধানমন্ত্রীর দফতরকে সতর্ক করে রিপোর্ট পাঠানোও হয়েছে । শিশুরা কি সত্যিই সঙ্কটে? কতটা ?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appডিজিসিআই এর ছাড়পত্র পেয়েছে জাইকভ ডি, যা ভারতে প্রথম ডিএনএ ভিত্তিক ভ্যাকসিন। খুব শিগগিরিই ২ বছরের উপরের শিশুদের জন্য ভ্যাকসিন আনতে চলেছে ভারত বায়োটেক। যা ছাড়পত্র পেলে বেশিরভাগ শিশুকেই ভ্যাকসিনের আওতায় আনা যাবে।
এই ভ্যাকসিনটি বিরাট মাত্রায় ট্রায়াল হওয়ার পরই ছাড়পত্র পেয়েছে, এর ফলাফলও বেশ ইতিবাচক। তাই দ্বিধা না করে শিশুদের ভ্যাকসিন বাজারে এলেই তা দিতে হবে।
অক্টোবরের মাঝামাঝি শিখর ছোঁবে কোভিডের তৃতীয় ঢেউ। এছাড়া, তৃতীয় ঢেউয়ে বয়স্কদের পাশাপাশি শিশুদেরও সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকায় ওই রিপোর্টে বাড়তি সতর্কতা নিতে পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রকে।
১২ বছরের ঊর্ধ্বে যাদের কোমর্বিডিটি রয়েছে, করোনার টিকার ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এমনই জানাল ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ। কেন্দ্রীয় সরকারের এই পরামর্শদাতা কমিটির প্রধান এন কে অরোরা জানিয়েছেন, প্রাপ্তবয়স্কদের করোনার টিকা দেওয়া অবশ্যই জরুরি। প্রাপ্তবয়স্কদের টিকাকরণের উপর জোর দেওয়া হচ্ছে।
গত সপ্তাহে জাইডাস ক্যাডিলা সংস্থার তৈরি জাইকভ-ডি ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের সবুজ সঙ্কেত দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। জাইডস ক্যাডিলার এমডি শর্বিল পটেল জানিয়েছেন, এই সপ্তাহে ভ্যাকসিনের দাম নির্ধারণ করা হবে।
শিশুদের মধ্যেকরোনা পরবর্তী নানারকম রোগ দেখা দিচ্ছে। যা অবহেলায় ভয়াবহ পরিণামও বয়ে আনছে। সেগুলি এড়াতে আগে প্রয়োজন করোনা হওয়া আটকানো। তাই ভ্যাকসিন নেওয়া ছাড়া গতি নেই।
সদ্যজাত শিশুদের মধ্যে করোনা সংক্রমণ এখনও ততটা বেশি মাত্রায় হয়নি। আর সদ্যজাতদের জন্য তেমন কোনও ভ্যাকসিনও নেই। তাই বাব-মায়েদেরই ভ্যাকসিন নিয়ে নিজেদের সুরক্ষিত রাখতে হবে ও বাচ্চাদের সুরক্ষা দিতে হবে।
বাচ্চাদের এই সময় নানা কারণে জ্বর আসছে। তাই ২-৩ দিন জ্বর হলেই ডাক্তারের পরামর্শ নিন।
মনে রাখবেন, শিশুর সুরক্ষা আপনারই হাতে। ওরাই বাড়ির আনন্দের চাবিকাঠি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -