Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Child Winter Illness : শীতের শিশুদের ভোগাচ্ছে কোন কোন অসুখ? কীভাবে সাবধান হবেন?
দু বছর হতে চলল করোনা থেকে বাঁচতে শিশুদের থাকতে হচ্ছে বাড়িতেই তাই খেলাধুলো মেলামেশা হইহই সবটাই এখন অতীত। তবু পিছু ছাড়ছে না অসুখ ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশীতের শুরুতে ভাবাচ্ছে, ডেঙ্গি, ম্যালেরিয়া , টাইফয়েড, শ্বাসজনিত অসুখ, নিউমোকক্কাল নিউমোনিয়া (pneumococcal pneumonia), পেটের সমস্যা, রোটা ভাইরাস, ডায়রিয়া প্রভৃতি
ভাবাচ্ছে নানারকম জ্বর। তার মধ্যে আবার RSV infection। এক থেকে তিন বছর বয়সী বাচ্চাদের মধ্যে ইনফ্লুয়েঞ্জা, রোটা ভাইরাস ডায়রিয়া, আরএসভি ইনফেকশন হচ্ছে খুবই বেশি।
যেকোনও জ্বরকেই শুধুমাত্র ঋতু পরিবর্তনের দরুণ জ্বর বলে ফেলে রাখা যাবে না।
প্রথমবার জ্বর এলে ডাক্তারের পরামর্শ অনুসারে প্রয়োজনীয় প্যারাসিটামল চালু করতে হবে।
সঙ্গে শরীরে জলের মাত্রা ঠিক রাখতে হবে ওআরএস দিয়ে।
শ্বাসকষ্ট বেশি হলে ইনহেলার নিতেই হবে ডাক্তারের পরামর্শ মতো।
জ্বর দু-একদিন চললেই চিকিৎসকের কাছে বা হাসপাতালে নিয়ে যেতে হবে
পরীক্ষা করে দেখতে হবে জ্বরের কারণ ।
ইনফ্লুয়েঞ্জা থেকে রেহাই দিতে পারে ফ্লু ভ্যাকসিন। সাধারণত সেপ্টেম্বর মাস নাগাদ দিয়ে দেওয়া হয় ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -