Child Winter Illness : শীতের শিশুদের ভোগাচ্ছে কোন কোন অসুখ? কীভাবে সাবধান হবেন?

Child Winter Illness : শীতের শিশুদের ভোগাচ্ছে কোন কোন অসুখ?

1/10
দু বছর হতে চলল করোনা থেকে বাঁচতে শিশুদের থাকতে হচ্ছে বাড়িতেই তাই খেলাধুলো মেলামেশা হইহই সবটাই এখন অতীত। তবু পিছু ছাড়ছে না অসুখ ।
2/10
শীতের শুরুতে ভাবাচ্ছে, ডেঙ্গি, ম্যালেরিয়া , টাইফয়েড, শ্বাসজনিত অসুখ, নিউমোকক্কাল নিউমোনিয়া (pneumococcal pneumonia), পেটের সমস্যা, রোটা ভাইরাস, ডায়রিয়া প্রভৃতি
3/10
ভাবাচ্ছে নানারকম জ্বর। তার মধ্যে আবার RSV infection। এক থেকে তিন বছর বয়সী বাচ্চাদের মধ্যে ইনফ্লুয়েঞ্জা, রোটা ভাইরাস ডায়রিয়া, আরএসভি ইনফেকশন হচ্ছে খুবই বেশি।
4/10
যেকোনও জ্বরকেই শুধুমাত্র ঋতু পরিবর্তনের দরুণ জ্বর বলে ফেলে রাখা যাবে না।
5/10
প্রথমবার জ্বর এলে ডাক্তারের পরামর্শ অনুসারে প্রয়োজনীয় প্যারাসিটামল চালু করতে হবে।
6/10
সঙ্গে শরীরে জলের মাত্রা ঠিক রাখতে হবে ওআরএস দিয়ে।
7/10
শ্বাসকষ্ট বেশি হলে ইনহেলার নিতেই হবে ডাক্তারের পরামর্শ মতো।
8/10
জ্বর দু-একদিন চললেই চিকিৎসকের কাছে বা হাসপাতালে নিয়ে যেতে হবে
9/10
পরীক্ষা করে দেখতে হবে জ্বরের কারণ ।
10/10
ইনফ্লুয়েঞ্জা থেকে রেহাই দিতে পারে ফ্লু ভ্যাকসিন। সাধারণত সেপ্টেম্বর মাস নাগাদ দিয়ে দেওয়া হয় ।
Sponsored Links by Taboola