Corona Vaccination Registration: ১৮ র ঊর্ধ্বে ? ভ্যাকসিন নেবেন? জানুন Cowin App এ রেজিস্ট্রেশন করবেন কী করে
২৮ এপ্রিল থেকে ১৮ বছরের ঊর্ধ্বে ভ্যাকসিন নেওয়ার রেজিস্ট্রেশন শুরু কোউইন অ্যাপে । আগামী ১ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে যে কোন ভারতীয় নাগরিক করোনার ভ্যাকসিন নিতে পারবে । গত ১৯ এপ্রিল এই গুরুত্বপূর্ণ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার । অর্থাৎ ১ মে থেকে শুরু হচ্ছে ভ্যাকসিনেশন এর তৃতীয় পর্যায় ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগামী ১ মে থেকে শুরু হচ্ছে এই তৃতীয় পর্যায়। CoWIN অ্যাপের মারফত কীভাবে রেজিস্ট্রেশন করবেন, জেনে নিন
আপনার মোবাইলে CoWIN অ্যাপটি খুলুন অথবা কম্পিউটারে গিয়ে ওয়েব সাইটটি খুলুন cowin.gov.in
রেজিস্টার অথবা সাইন ইন বাটনটি চাপুন ।
এরপর আপনার 10 ডিজিটের মোবাইল নাম্বার অথবা আধার নাম্বার এন্ট্রি করুন।
এরপর আপনি একটি ওটিপি ( OTP )পাবেন আপনার মোবাইল নাম্বারে । নির্ধারিত জায়গায় ওটিপি এন্ট্রি করুন ।
আপনি CoWIN অ্যাপে নিজেকে রেজিস্টার করার পর আপনার অ্যাপয়েন্টমেন্ট পছন্দের তারিখ ও সময় অনুযায়ী ফিক্স করতে পারবেন ।
আপনার ভ্যাকসিনেশন হয়ে গেলে আপনি একটি রেফারেন্স আইডি পাবেন । যার মারফত আপনি পরবর্তীতে ভ্যাক্সিনেশন সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -