Corona Vaccine : করোনা ভ্যাকসিনের প্রথম ডোজটি নেওয়ার পর দ্বিতীয়টি নিতে দেরি বা মিস? কী ক্ষতি?
ভ্যাকসিনের প্রথম ডোজটি নেওয়ার পর দ্বিতীয় ডোজ না নিলে কী হবে?
Download ABP Live App and Watch All Latest Videos
View In App' ধুর ! ভ্যাকসিন নিয়ে হবেটা কী ? সেই তো করোনা হচ্ছে। ' , এমনটা ভাবনা থেকে ভ্যাকসিনে দ্বিতীয় ডোজটি এড়িয়ে যাচ্ছেন অনেকে। কোথাও কোথাও আবার দ্বিতীয় ডেজ নিতে লাইন দেওয়ার অনীহা থেকেও ভ্যাকসিন ছুট হচ্ছেন অনেকে।
কী ক্ষতি ? নাকি কোনও ক্ষতিই নেই ? এবিপি লাইভের সঙ্গে সববিষয়ে বিস্তারিত আলোচনায় চিকিত্সক দীপ্তেন্দ্র সরকার।
চিকিত্সক সরকার জানালেন, যদি কোভিশিল্ডের প্রসঙ্গে আলোচনা করি, তাহলে দেখা গেছে এই ভ্যাকসিনের প্রথম ডোজটি নেওয়ার ৩ সপ্তাহ পর আলফা ও বিটা স্ট্রেন থেকে ৫0-৫৫ শতাংশ প্রতিরোধ গড়ে উঠছে। কিন্তু ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৩০ শতাংশ প্রতিরোধ দেখা যাচ্ছে সপ্তাহ তিনেক পর।
বর্তমানে আলফা ও বিটা স্ট্রেনের থেকে বেশি মাথা ব্যথা ডেল্টা নিয়েই। কারণ দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হচ্ছেন বেশিরভাগ ডেল্টা ভ্যারিয়েন্টেই। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজটি হয়ে গেলে, আলফা-বিটার বিরুদ্ধে ভ্যাকসিন ৭০ শতাংশ প্রতিরোধ গড়ে তুলবে।
ডেল্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে ৬০ শতাংশ। তাই কোনওভাবেই মিস করা যাবে না পরের ডোজ। তাই ভারত সরকারের পক্ষ থেকে এখন দুটি ডোজই সুলভ করে দেওয়া হচ্ছে।
কেউ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ মিস করলে কি ক্ষতি ?
এখন কেউ যদি সেই ব্যবধান বাড়িয়ে ১৩২ দিন করে দেয়, তাহলে কোনও প্রোটেকশন তো থাকবেই না, উপরন্তু প্রথম ডোজের উপকারিতাও চলে যাবে। শরীর বুঝবেই না, দ্বিতীয় ডোজ যেটি গ্রহীতা বেশি ব্যবধানে নিলেন, তা বুস্টার নাকি নতুন ভ্যাকসিনেশন !!
১২ সপ্তাহ পর ২য় ডোজ নেওয়ার কি কোনও ক্ষতি আছে ?
না। ভ্যাকসিনের প্রথম ডোজের প্রভাব ৩ মাস বা ১২ সপ্তাহ অবধি থাকে, সেই সর্বোচ্চ সময়সীমা দেখেই সরকার ঠিক করে ভ্যাকসিনের ২ য় ডোজের সময়। কারণ প্রথমদিকে দেশে চাহিদা অনুযায়ী ভ্যাকসিনের যোগান ছিল না। তাই প্রথমে জনসংখ্যার একটা বড় অংশকে ভ্যাকসিন দিয়ে দেওয়া জরুরি ছিল। এরপর যদি ভ্যাকসিনের জোগান বাড়ে, তাহলে হয়ত সরকার এই ব্যবধান কমাতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -