Coronavirus : জ্বর ছাড়াও আর কী কী লক্ষণ নিয়ে আসছে এবার করোনা ? চিকিৎসকরা কী বলছেন?
করোনা সংক্রমণ নিয়ে কি ফের ফিরতে চলেছে দুশ্চিন্তার দিন গুলো? গত কয়েকদিন ধরে সংক্রমণ ভয়ঙ্করভাবে বাড়তে শুরু করায় ফের তৈরি হয়েছে এই আশঙ্কা!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রশ্ন উঠছে, তবে কি আসতে চলেছে করোনা সংক্রমণের ফোর্থ ওয়েভ? যদিও বিশেষজ্ঞদের একাংশের দাবি, ইতিমধ্যেই দেশে চলে এসেছে করোনার চতুর্থ ঢেউ!
তবে, আশার কথা, আগের মতো আর ততটা প্রাণঘাতী হবে না এই ভাইরাস।
চিকিৎসক অজয় সরকার বলছেন, ' আতঙ্কের কিছু নেই। কোভিডকে নিমুনিয়ার মতো সঙ্গী হয়ে যাবে। এখন তাঁরাই হাসপাতালে ভর্তি হচ্ছেন, যাঁরা ভ্যাকসিন নেননি। '
দীর্ঘ তিন মাস পর, গত ১০ জুন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১০০-র গণ্ডি ছাড়ায়। তারপর থেকেই হু হু করে বাড়তে শুরু করেছে সংক্রমণ।
চিকিৎসক শিবব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন, ' ভয়ের কিছু নেই। ভাইরাস তার চরিত্র বদল করবে। কিন্তু দেখতে হবে সংক্রমণের ক্ষমতা কতটা বাড়ল? মারণ ক্ষমতা কতটা বাড়ল? উদ্বেগের কোনও জায়গা নেই।'
স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে সংক্রমণের শীর্ষে কলকাতা। এরপরই রয়েছে দুই ২৪ পরগনা।
জ্বর ও ঠান্ডা লাগার অনুভূতি, গন্ধ ও স্বাদ হ্রাস পাওয়ার সমস্যা আসছে এবারও। তবে ওমিক্রনিক ওয়েভে কিন্তু স্বাদ-গন্ধের অনুভূতি খুব একটা যায়নি।
শ্বাসকষ্ট বা শ্বাস নিতে কষ্ট হওয়া, পেশী বা শরীরে নানা জায়গায় ব্যথা বেশ ভোগাচ্ছে।
গলা ব্যথা , বমি বমি ভাব হওয়া, ডায়রিয়া হলে পরীক্ষা করাতে হবে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -