Coronavirus In Child : শিশু করোনা পজিটিভ? পরবর্তী মাসগুলিতে এই বিষয়গুলি নিয়ে খেয়াল রাখতেই হবে
দ্বিতীয় ওয়েভের পর চিন্তা ধরিয়েছিল বাচ্চাদের কোভিড পরবর্তী একটি অসুখ। যা বেশ কিছু বাচ্চাকে ঘায়েল করে। মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোম ইন চিলড্রেন (Multi System inflammatory syndrome) ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকেবারে সদ্যোজাত থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার দোরগোড়ায় পৌঁছানো ছেলে-মেয়েদের মধ্যেই এই রোগ দানা বাঁধতে দেখা গেছে করোনা আক্রান্ত হওয়ার মাস দুয়েকের মধ্যেই।
তিন চারদিন ধরে ওষুধ খেয়েও জ্বর কমছে না । জ্বরের কোনও কারণ বোঝা যাচ্ছে না । এমনকি অ্যান্টিবায়োটিকেও কাজ হচ্ছে না?
দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। এসব উপসর্গ গুলি দেখামাত্র সাধারণ জ্বর বা ঋতু পরিবর্তন কালীন অসুস্থতা না ভেবে সরাসরি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া শ্রেয় ।
কাওয়াসাকি ডিসিজের মতো বেশ কিছু উপসর্গ ধরা পড়ছে কি? যেমন - কনজাংটিভাইটিস এর মত চোখ লাল, কিন্তু পুঁজ নেই ।
ঠোঁট ফেটে যাচ্ছে। লাল হয়ে থাকছে। গায় Rash দেখা যাচ্ছে? তাহলে নজর রাখুন। চিকিৎসকের কাছে যান।
গলার গ্ল্যান্ড ফোলা দেখা যাচ্ছে ? সতর্ক থাকুন
সমস্যা জটিল হলে আর কী কী ঘটতে পারে ? বমির প্রবণতা , ডায়রিয়া, পেটে যন্ত্রণার মতো উপসর্গ দেখা গেলে সতর্ক হতে হবে। হাসপাতালে নিয়ে যেতে হবে।
তাই বাচ্চার করোনা আক্রান্ত হওয়ার ইতিহাস থাকলে আগেই সতর্ক হতে হবে। তৃতীয় ঢেউ কীভাবে পরবর্তীতে শিশুস্বাস্থ্যে প্রভাব পড়বে বলা মুশকিল। কারণ, তা কিছুটা সময়ের অপেক্ষা। তবে দ্বিতীয় ঢেউয়ের অভিজ্ঞতা থেকে সতর্ক থাকা দরকার।
যদি দেখা যায় বাচ্চাটির মাস দুয়েকের মধ্যে করোনা হয়েছে কিংবা বাড়ির কারও করোনা হয়েছে অথচ বাচ্চাটির করোনা পরীক্ষা করানো হয়নি সে ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। সময় নষ্ট না করে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -