Deltacron: সাইপ্রাসে পাওয়া গেল করোনার নতুন স্ট্রেইন ‘ডেল্টাক্রন’! বাড়ছে উদ্বেগ
সাইপ্রাসে পাওয়া গেল করোনাভাইরাসের নতুন স্ট্রেইন। করোনার দুই স্ট্রেইন ডেল্টা ও ওমিক্রন মিলিয়ে নতুন এই স্ট্রেইনের নাম দেওয়া হয়েছে ‘ডেল্টাক্রন’।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসারা বিশ্ব যখন করোনার নতুন স্ট্রেইন ওমিক্রন নিয়ে উদ্বিগ্ন, তখন আরও একটি স্ট্রেইনের খবর উদ্বেগ বাড়িয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ডেল্টাক্রন নিয়ে আলোচনার মধ্যেই বিশেষজ্ঞদের একাংশের দাবি, এটি আসল স্ট্রেইন নয়।
সাইপ্রাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিয়ডিয়স কস্ট্রিকিস জানিয়েছেন, ওমিক্রন ও ডেল্টার বিভিন্ন বৈশিষ্ট্য দেখা যাচ্ছে ডেল্টাক্রনের মধ্যে।
এখনও পর্যন্ত ২৫ জনের শরীরে ডেল্টাক্রনের লক্ষণ দেখা গিয়েছে।
ডেল্টাক্রনে যে ২৫ জন আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে, সে বিষয়ে তথ্য সংরক্ষণ করে রাখা হচ্ছে।
ভায়রোলজিস্ট টম পিকক অবশ্য সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেছেন, ডেল্টাক্রন করোনাভাইরাসের আসল ভ্যারিয়্যান্ট না-ও হতে পারে।
করোনার নতুন স্ট্রেইনটির নাম ডেল্টাক্রন দেওয়া হলেও, সরকারিভাবে অবশ্য এই নামটি স্বীকৃত নয়।
এর আগে ডেল্টা, ওমিক্রন মিশিয়ে দেওয়া নাম ‘ডেলমিক্রন’ জনপ্রিয় হয়। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই নাম দেয়নি।
সম্প্রতি করোনার নতুন একটি স্ট্রেইন ‘আইএইচইউ’ পাওয়া গিয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -