Healthy Midnight Snacks: স্বাস্থ্যকর এই খাবারগুলো মাঝরাতে খিদে পেলে খেতে পারেন
সারাদিনে পেট ভরে খাবার খাওয়া হলেও হনেক সময়ই মাঝরাতে খিদে পেয়ে যায়। তখন এমন খাবার খাওয়া দরকার যা স্বাস্থ্যকরও হবে আবার পেটও ভরাবে। চিজের সঙ্গে বিস্কুট খেতে পারেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরুটি দিয়ে ট্যাকো রোল তৈরি করে খেতে পারেন। ট্যাকো রোল এমনি খেতে হয়তো পছন্দ করেন। কিন্তু তা স্বাস্থ্যকরভাবে খেতে পারেন বাড়িতেই রুটি দিয়ে তৈরি করে।
পপকর্নের মতো করেই ভুট্টার খই ভেজে খেতে পারেন। খিদেও মরবে আবার স্বাস্থ্যকরও হবে।
বাড়িতে থাকা টমেটো, ধনেপাতা এবং আরও কিছু সব্জি দিয়ে দিয়ে ডিমের অমলেট তৈরি করে খেতে পারেন।
স্যান্ডউইচে পেটও ভরে আবার স্বাস্থ্যকরও। টমেটো, লেটুস পাতা, পেঁয়াজ, আলু, চিজ, পাউরুটি দিয়ে স্যান্ডউইচ তৈরিও হয়ে যায় চটজলদি।
বাড়িতে খুব সহজেই ব্রেড রোল তৈরি করে নেওয়া যায়। পেটও ভরে আবার মুখরোচকও।
পছন্দমতো সব্জি দিয়ে বাড়িতেই চিপস তৈরি করতে পারেন। মুখরোচকও হবে আবার স্বাস্থ্য়করও।
রাতে হলুদ দুধ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। শীতকালের বিভিন্ন অসুখের হাত থেকে রক্ষা করে। আবার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।
মাঝরাতে খিদে পেলে মুখরোচক কিছু খেতে ইচ্ছে করছে? বানিয়ে রাখুন রোস্টেড ছোলা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -