Fever Symptoms : জ্বরের লক্ষণ দেখে বোঝার উপায় আছে ডেঙ্গি, ম্যালেরিয়া না RSV র আক্রমণ ?
চারিদিকে জমা জল আর তাতে মশার বাড়বাড়ন্ত, নানারকম সংক্রমণ এবং নানারকম অসুখ। ডেঙ্গি আতঙ্কের মধ্যেই ভয় ধরাচ্ছে অন্যান্য জ্বরও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআপনার কী ধরনের জ্বর, বুঝবেন কী ভাবে ? মশার বাড়বাড়ন্তের কারণে ডায়ারিয়া, কলেরা, ডেঙ্গি, টাইফয়েডের মতো নানারকম অসুখ লেগেই থাকে। কিন্তু এই অতিমারীর পরিস্থিতিতে যেভাবে চারিদিকে জ্বর, সর্দি, কাশি লেগে রয়েছে, তাতে মানুষ বিভ্রান্তিতে পড়ে যাচ্ছেন কোনটা কোভিডের লক্ষণ আর কোনটা সাধারণ জ্বর সর্দি তার পার্থক্য করতে না পেরে। তবে, এটা জেনে নেওয়া খুবই জরুরি। তবেই আপনি সঠিক অসুখের সঠিক চিকিৎসা করাতে পারবেন।
জ্বর, মাথা ঘোরা, বমি বমি ভাব, সারা শরীরে ব্যথা, চোখে ব্যথা, পেশিতে, গাঁটে বা হাড়ে যন্ত্রণা। এগুলো ডেঙ্গির প্রধান লক্ষণ।
কারও মধ্যে যদি এই সমস্ত লক্ষণগুলি দেখা দেয়, তাহলে বুঝতে হবে তাঁর ডেঙ্গি হয়েছে।
ডেঙ্গি আর চিকুনগুনিয়ার লক্ষণগুলোর মধ্যে খুব একটা পার্থক্য নেই। তাও বিশেষজ্ঞরা জানাচ্ছেন, লক্ষ্য রাখতে হবে যে আপনার মধ্যে জ্বর, গায়ে ব্যথা, মাথা ঘোরা হচ্ছে কি না।
তলপেটে ব্যথা, পেশি এবং গাঁটের ব্যথা এবং চোখে ব্য়থার মতো সমস্যা দেখা দিচ্ছে কি না খেয়াল রাখতে হবে।
চিকিৎসকরা জানাচ্ছেন, শিশুদের যে জ্বর হচ্ছে, তার ২০ শতাংশই RS ভাইরাসের কারণে। উপসর্গ দেখে বোঝার উপায় নেই, কী ধরণের জ্বরে আক্রান্ত হচ্ছে শিশুরা। আর তাতেই বাড়ছে জটিলতা-বিভ্রান্তি!
পুরো নাম Respiratory Syncytial virus। চিকিৎসকদের মতে, এই RS ভাইরাস প্রচণ্ড সংক্রামক। জ্বরের পাশাপাশি শ্বাসনালীতে প্রদাহ, ফুসফুসে সংক্রমণ থেকে ধীরে ধীরে শিশুদের শরীরে জটিলতা বাড়িয়ে দেয়
যদি কারও ম্যালেরিয়া হয়ে থাকে, তাহলে তাঁর হয় প্রত্যেকদিন জ্বর থাকবে, নাহলে একদিন অন্তর জ্বর থাকবে।
যদি কারও ম্যালেরিয়া হয়ে থাকে, তাহলে তাঁর ডায়েরিয়া, গায়ে ব্যথা, বুক ধড়ফড়, কাঁপুনিও হওয়া খুব স্বাভাবিক লক্ষণ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -