Ginger Side Effects: গলা খুসখুস করলেই মুখে আদা নেন ? জেনে খাচ্ছেন তো ? পার্শ্বপ্রতিক্রিয়া নেই তো ?
Ginger Side Effects Health Issue: অতিরিক্ত আদা খাওয়া বিপদ ডেকে আনতে পারে, কাদের এড়িয়ে যাওয়া ভাল হবে ? দেখুন একনজরে
গলা খুসখুস করলেই মুখে আদা নেন ? জেনে খাচ্ছেন তো ? পার্শ্বপ্রতিক্রিয়া নেই তো ?
1/10
ঋতু পরিবর্তনের সময় ঠান্ডা লেগে অনেকেরই গলা খুসখুস করে। কাশি হয়। প্রায় অধিকাংশ ক্ষেত্রেই আদার টুকরো মুখে নেয় সকলে।
2/10
অনেকে আবার শুকনো আদা খেতে পছন্দ করেন। এবার কথা হ্ছে, সবসময় আদা খাওয়া কি স্বাস্থ্যের জন্য উপকারী ?
3/10
মূলত অতিরিক্ত আদা খেলে শরীরের ফ্যাট বার্ন হতে শুরু করে। তাই যারা রোগা ছিপছিপে, তাঁদের আদা এড়িয়ে যাওয়াই ভাল হবে।
4/10
এখানেই শেষ নয়, গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও আদা এড়িয়ে যাওয়া ভাল হবে। মূলত অন্তঃসত্ত্বা মহিলাদের আদা খেতে বারণ করা হয়।
5/10
কারণ আদা খেলে ওষুধের প্রভাব কমে যায়। এতে বাচ্চার উপর ও মায়ের উপর প্রভাব পড়তে পারে।
6/10
অতিরিক্ত আদা খেলে পেটের সমস্যা তৈরি হতে পারে। পেট ব্যথা , পেটে গ্যাস তৈরি হতে পারে।
7/10
আদা অতিরিক্ত খেলে রক্ত পাতলা হওয়ার সম্ভাবনা তৈরি হয়। রক্ত পাতলা হয়ে গেলে হিমোফিলিয়া রোগীদের জন্য বিপদের আশঙ্কা ডেকে আনে।
8/10
খুসখুসে কাশিতে সবসময় আদা মুখে নিলে, মুখের ভিতর অ্যালার্জি হওয়া আশঙ্কা দেখা যেতে পারে।
9/10
তাই যখন তখন একেবারেই আদা নয়, খুব বুঝে খান। অসুবিধা হলে এড়িয়ে যান
10/10
ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
Published at : 19 Feb 2025 07:53 AM (IST)