Diet Plan: বয়স ৪০ এর উপর ? ডায়েটে এই বিষয়গুলি নজরে না রাখলে বিপদের আশঙ্কা

Health Diet Plan: মূলত ৪০ বছরের পর মহিলাদের মেনোপোজ হতে শুরু করে। এসময় কী কী বিষয়গুলি নজরে রাখা খুব জরুরি ?

বয়স ৪০ এর উপর ? ডায়েটে এই বিষয়গুলি নজরে না রাখলে বিপদের আশঙ্কা

1/10
মূলত ৪০ বছরের পর মহিলাদের মেনোপোজ হতে শুরু করে। লোহার অভাব ধরা পড়ে।
2/10
এই বয়েসে বিপাক ক্রিয়াও কার্যত ধীরগতিতে চলে। তাই ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।
3/10
শরীরের সকল অঙ্গকে সক্রিয় রাখতে তাই লৌহ কণিকার প্রয়োজন। সেটা বুঝেই খাওয়া দাওয়া করতে হবে।
4/10
৪০ বছরের পর মহিলাদের ত্বকের ফ্লেক্সিবিলিটি রাখতেও প্রোটিনের ভারসাম্য বজায় রাখতে হবে।
5/10
৪০ উর্ধ্ব মহিলাদের জন্য ভিটামিন বি ৬, ভিটামিন বি ১২ ও ফলিক অ্যাসিডের প্রয়োজন।
6/10
মূলত এই উপাদানগুলি মহিলাদের জন্য খুবই উপকারি। ডায়েটে এই উপাদানগুলিই রোগমুক্তি ঘটায়।
7/10
৪০ এর পর থেকে হাড়ও দুর্বল হতে শুরু করে। হাড় ক্ষয় থেকে বাঁচতে এসময় ভিটামিনের ভারসাম্য রাখা উচিত।
8/10
মেনোপজের পর ম্যাগনেশিয়ামের প্রয়োজন হয়। প্রয়োজনীয় ম্যাগনেশিয়াম ঘাটতিতেও সমস্যা তৈরি করতে পারে।
9/10
তাই ম্যাগনেশিয়ামের প্রতিও গুরুত্ব দেওয়া উচিত। এসময় হার্টের প্রতিও নজর রাখা উচিত।
10/10
বেশি তৈলাক্ত খাবার, স্মোকিং বিপদ ডেকে আনতে পারে। প্রয়োজনে ডায়েটেশিয়ান ও চিকিৎসকের পরামর্শ নিন।
Sponsored Links by Taboola